অসমের ৩২টি জেলার প্রায় ৭৫০জন খেলোয়াড় নিয়ে শুরু খেল মহারণ শিলচরে

বরাক তরঙ্গ, ২ মার্চ : শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে অসম সরকারের উদ্যোগে আয়োজিত রাজ্য স্তরের খেল মহারণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় শনিবার। এদিন বেলুন উড়িয়ে চার দিবসীয় এই খেল মহারণের সূচনা করেন শিলচরের সাংসদ রাজদীপ রায়। রাজ্য স্তরের এই খেল মহারণে অসমের ৩২টি জেলা থেকে মোট ৭৬০ জন খেলোয়াড় উৎসাহের সঙ্গে অংশ গ্রহণ করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আমন্ত্রিত অতিথিরা জানান, খেলার জগতে আমূল পরিবর্তন আনার পাশাপাশি খেলোয়াড়দের দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে দেশের প্রধানমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন তা সত্যি অর্থে প্রশংসনীয়। খেলা, শিক্ষা ও রাজনীতিকে একসঙ্গে নিয়ে সকলকে সুযোগ করে দেওয়ার চিন্তাধারা করছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির এই চিন্তা ধারায় আপ্লুত হয়ে আসামের মুখ্যমন্ত্রী  হিমন্ত বিশ্ব শর্মাও শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার মাধ্যমে যুব প্রজন্মের দক্ষতাকে তুলে ধরতে সাংস্কৃতিক মহারণ ও খেল মহারণের মত কার্যসুচি হাতে নিয়েছে।

অসমের ৩২টি জেলার প্রায় ৭৫০জন খেলোয়াড় নিয়ে শুরু খেল মহারণ শিলচরে

এ দিন খেল মহারণের উদ্বোধনী অনুষ্ঠানে শিলচরের সাংসদ  রাজদীপ রায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও শিলচরের বিধায়ক দীপায়ণ চক্রবর্তী, কৌশিক রায়, জেলা আয়ুক্ত রোহনকুমার ঝা, প্রাক্তন বিধায়ক দিলীপকুমার পাল সহ অন্যান্যরা উপস্থিত থেকে খেলোয়াড়দের অভিনন্দন জানান। চারদিনব্যাপী এই খেল মহারণ আগামী মঙ্গলবার অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন জেলা আয়ুক্ত।

Author

Spread the News