মার্চ মাসেই জিএসটিতে একাধিক পরিবর্তন
১ মার্চ : মার্চ মাসেও একাধিক পরিবর্তন আসতে চলেছে। পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের পরিষেবা বন্ধ থেকে ফ্যাসট্যাগে কেওয়াইসি, একাধিক আর্থিক পরিবর্তন হতে চলেছে মার্চ মাস থেকে। এই নিয়মগুলি জানা না থাকলে, সমস্যায় পড়বেন আপনি
পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক : আর্থিক বেনিয়মের অভিযোগে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া নিষেধাজ্ঞা জারি করেছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের উপরে। ২৯ ফেব্রুয়ারি থেকেই এই পরিষেবা বন্ধ হওয়ার কথা থাকলেও, পরে ডেডলাইন বাড়িয়ে ১৫ মার্চ করা হয়। আগামী ১৫ মার্চ থেকে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে আর্থিক লেনদেন করা যাবে না। নতুন করে টাকা জমা দেওয়া যাবে না। ১৫ মার্চের আগেই অন্য ব্যাঙ্কে অর্থ ট্রান্সফার করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এসবিআই ক্রেডিট কার্ড : স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ঘোষণা করেছে, আগামী ১৫ মার্চ থেকে ক্রেডিট কার্ডে মিনিমাম অ্যামাউন্ট ডিউ-র হিসাবে বদল আনতে চলেছে। ইএমআই-র অঙ্কের সঙ্গে জিএসটি, ১০০ শতাংশ ফি ও ৫ শতাংশ ফিন্যান্স চার্জ যোগ করা হবে।
ফ্যাসট্য়াগ কেওয়াইসি : ন্যাশনাল হাইওয়ে অথারিটি অব ইন্ডিয়ার তরফে ফ্যাসট্যাগের জন্য কেওয়াইসি আপডেটের তারিখ মার্চের শেষ অবধি বাড়ানো হয়েছে। যদি এই সময়ের মধ্যে ফ্যাসট্যাগ আপডেট না করলে, ফ্যাসট্যাগ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে।
নতুন জিএসটি নিয়ম : মার্চ মাস থেকে নতুন জিএসটির নিয়ম চালু হবে। এই নিয়ম অনুযায়ী, কোনও ব্যবসার বার্ষিক টার্নওভার যদি ৫ কোটির বেশি হয়, তবে তারা বিটুবি ট্রানজাকশনের জন্য ই-ইনভয়েস ছাড়াই বিল তৈরি করা যাবে।