ঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, হত ৪৫, শোক প্রধানমন্ত্রীর
১ মার্চ : ফের বাংলাদেশের রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ঘটল ৪৫ জনের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডে বহুতল ভবনে। এতে অর্ধশতাধিক মানুষ অগ্নিদগ্ধ হয়েছেন। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন উদ্ধার কর্মীরা।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।সাত তলা এ ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের একটি রেস্তোরাঁ থেকে আগুনে সূত্রপাত বলে প্রত্যক্ষদর্শীরা জানান। দ্বিতীয় তলায় আগুন লাগার পর তা উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত লোকজন উপরের দিকে উঠে যায়।এর ফলেই ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪৫টি মরদেহের মধ্যে অন্তত ৩৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি। এদিকে শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ২৯ জনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। রাত ২টা থেকে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।
এ দিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী আগুনে পুড়ে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফেরাত কামনা করেছেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছেন।