লায়ন্স গ্রেটার ও দ্যা ইএনটি ক্লিনিকের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা শিবির
বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটার এবং দ্য ইএনটি ক্লিনিকের যৌথ উদ্যোগে সোমবার শিলচর লোচন বৈরাগী রোডে অনুষ্ঠিত হলো প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে রোগ শনাক্তকরণ ও চিকিৎসা শিবির। সহযোগিতায় ছিলো লিও ক্লাব অব শিলচর গ্রেটার। প্রতিবন্ধী শিশুদের মধ্যে যারা বিশেষ ভাবে সক্ষম মূলত তাদের জন্যই এই শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজিস্ট এবং শিশুদের অস্থিরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট শিশু, অস্থি ও শৈল্য চিকিৎসক ডাঃ সুকল্যাণ দে জানান লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটার, লিও ক্লাব অব শিলচর গ্রেটার এবং দ্য ইএনটি ক্লিনিকের সৌজন্যে বিশেষ ভাবে সক্ষম বাচ্চাদের রোগ পরীক্ষা তথা চিকিৎসা শিবিরে যোগদান করতে পেরে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি । তিনি বলেন এধরণের ক্যাম্পের উদ্দেশ্য হলো এধরণের ব্যধিগ্রস্থ, চলা ফেরায় অক্ষম, যাদের বিকলাঙ্গতা থাকে তাদেরকে চিকিৎসা পরিষেবা প্রদানের মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনার প্রচেষ্টা।
তিনি জানান, আর্থিক ভাবে সচ্ছল নয় এমন কিংবা সামাজিক বাধার জন্য যারা চিকিৎসা পরিষেবা নিতে পারেন না তাদের জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমরা নিজেরা অগ্রসর হয়ে যাতে তাদের আলিঙ্গন করে আনতে পারি এবং তাদের সুচিকিৎসা প্রদান করতে পারি এই উদ্দেশ্য মাথায় রেখে কাজ করছি আমরা। ডাঃ সুকল্যাণ দে বলেন, বিশেষ ভাবে সক্ষম রোগীদের চিকিৎসা করে মনে অনেক তৃপ্তি পাওয়া যায়। তিনি আশা প্রকাশ করে বলেন, মানুষ এটাকে খুব গুরুত্ব দিয়ে দেখবে এবং আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এধরণের ক্যাম্পকে আগামীদিনে সফল করে তুলবেন।
গুয়াহাটি থেকে আগত স্পিচ থেরাপি প্যাথলজিস্ট ডাঃ মানষী শর্মা জানান, এই ক্যাম্পে সামিল হতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করছেন। এধরণের সচেতনতা শিবিরের অনেক প্রয়োজনীয়তা রয়েছে এতদঞ্চলে। তিনি বিশেষ ভাবে সক্ষম শিশুদের অভিভাবকদের প্রতি আহ্বান জানান যদি তাদের শিশুদের এধরণের সমস্যা রয়েছে তারা যেন রোগ শনাক্ত হওয়ার তিন বৎসর বয়সের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে যোগাযোগ করেন। সময়মতো ডাক্তারের পরামর্শ নিলে অনেকাংশেই এধরণের রোগব্যাধি থেকে শিশুরা রক্ষা পাবে এবং সুন্দর তথা সুরক্ষিত জীবন ফিরে পাবে।
উল্লেখ্য, এদিনের কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দ্য ইএনটি ক্লিনিকের স্বত্বাধিকারী লায়ন ডাঃ অভিষেক রায়, লায়ন অনুপ দত্ত রিজিয়ন চেয়ারম্যান ডিস্ট্রিক্ট ৩২২জি লায়ন্স ইন্টারন্যাশনাল, লায়ন লাকী দাস, লায়ন ঝুমুর দত্ত, লায়ন উত্তম দে, লিও ত্রিবর্ণ দাস, লিও পূরবী দাস, লিও শুভ চক্রবর্তী, লিও রাজদীপ পাল, লিও বিশাল পাল প্রমুখ। উল্লেখ্য চিকিৎসা শিবির চলাকালীন অবস্থায় সেখানে এসে ডাক্তার সহ আয়োজকের উৎসাহ জুগাতে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার অংশুকুমার রায় ও ডঃ অনুপ কুমার রায়কে দেখা গেছে।