রাজ্যে পড়ুয়া কম থাকা ৭৯টি কলেজ বন্ধ করার সিদ্ধান্ত

বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : রাজ্যে স্কুলগুলির মতো কলেজগুলিকে একত্রিকরণ করতে চলেছে রাজ্য সরকার। ৫ শতাধিক পড়ুয়া কম থাকা ৭৯টি সরকারি কলেজের অধ্যক্ষ ও পরিচালন কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয় এ কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী রণোজ পেগু। মন্ত্রী এসব প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণ না করতে এবং কলেজগুলোকে একত্রিকরণ করার জন্য একটি খসড়া তৈরির নির্দেশ দেন।

রাজ্যে পড়ুয়া কম থাকা ৭৯টি কলেজ বন্ধ করার সিদ্ধান্ত

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলিতে অসমে ছয় হাজারেরও বেশি অসমিয়া মাধ্যম সরকারি স্কুল বন্ধ করেছে সরকারের শিক্ষা বিভাগ। এবার একই কারণে কলেজগুলিতে তালা লাগিয়ে দিচ্ছে বিজেপি সরকার।

কিছুদিন আগে শিক্ষামন্ত্রী রণোজ পেগু গুয়াহাটির বি বরুয়া কলেজে রাজ্যের ৮০০টি সরকারি ও বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের তিন দিনের এক কর্মশালায় বলেছিলেন অসমের উচ্চ শিক্ষার ক্ষেত্রে মোট নথিভুক্তির হার ১৬.৯ শতাংশ, জাতীয় হার ২৮.৪ শতাংশ।

Author

Spread the News