৩ মার্চ লায়ন্স ক্লাবের গণ বিবাহ অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : প্রতি বছরের মতো এবারও লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রেল’ এর ব্যবস্থাপনায় “গণবিবাহ যোজনা” প্রকল্প শিলচরে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এই প্রকল্প রূপায়ণে প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৩ মার্চ রবিবার শিলচরে লায়ন্স ক্লাবের ২০তম গণ বিবাহ যোজনা-২০২৪ অনুষ্ঠিত হবে। এই যোজনায় জাতি -ধর্ম-বর্ণ নির্বিশেষে যেকোনও সম্প্রদায়ের আর্থিক ভাবে অনগ্রসর পাত্র-পাত্রীর অভিভাবকদের এই সেবামূলক মহতী প্রকল্পের সুযোগ নিতে আহ্বান জানানো হয়েছে। গণ বিবাহ যোজনার সুযোগ নিতে ইতিমধ্যে ১০ জোড়া পাত্র-পাত্রীর পক্ষে যোগাযোগ করা হয়েছে। এদের স্কুটিনিও ইতিমধ্যে শেষ হয়েছে। শনিবার লায়ন্স ক্লাবে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে লায়ন্স ক্লাবের সভাপতি অলকমোহন বণিক ও যোজনার যুগ্ম প্রকল্প সঞ্চালক শমীক সেন এখবর জানিয়েছেন।

৩ মার্চ লায়ন্স ক্লাবের গণ বিবাহ অনুষ্ঠান

এদিন সাংবাদিক সম্মেলনে ক্লাবের সভাপতি অলকমোহন বণিক জানান, লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রাল ডিস্ট্রিক্ট গর্ভণর নির্মল কুমার ভোরা সফরে এসেছেন। ডিস্ট্রিক্ট গর্ভণর ভোরা ক্লাবের কাজকর্ম পর্যবেক্ষন করেছেন। এছাড়া সন্ধ্যারাতে ক্লাবের ডিস্ট্রিক্ট গর্ভণরের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হবে। এদিন অন্যান্যদের মধ্যে প্রদীপ ঘোষ, সুভাষ চৌধুরী, সমীক সেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Author

Spread the News