ইস্ট কাজিডহর হাইস্কুলে মুখ্যমন্ত্রী বিজ্ঞান দর্শন অনুষ্ঠান

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : সোনাই ইস্ট কাজিডহর হাইস্কুলে অনুষ্ঠিত হল মুখ্যমন্ত্রী বিজ্ঞান দর্শন। শনিবার সোনাই আর্যভট্ট সায়েন্স সেন্টারের ব্যবস্থাপনায় ও হাইলকান্দির বিজনান মন্দিরের সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমে আকাশে বেলুন উড়িয়ে বিজ্ঞান দর্শন শুরু হয়। পরে স্কুল প্রেক্ষাগৃহে অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের সূচনা করেন। এতে প্রত্যেক বক্তাই বর্তমান যুগে বিজ্ঞানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে কলেজ কাউন্সিলের প্রাক্তন ডিরেক্টর তথা মানবাধিকার কর্মী ড. বিবাস দেব বিজ্ঞান নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। হাইলাকান্দি এস এস কলেজের প্রাক্তন অধ্যক্ষ পরিতোষ চন্দ্র রক্তদানের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া বিজ্ঞান দর্শনের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন জেলা বিজ্ঞান কর্মী অনিল পাল, বিজ্ঞান কেন্দ্রের কো-অর্ডিনেটর বাহারুল ইসলাম, বিভূতিভূষণ নাথ, স্কুলের প্রধান শিক্ষক নির্মলকুমার দাস, ঋষিকেশ দে সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের শিক্ষক রাগিব হোসেন চৌধুরী।

Author

Spread the News