বাকস মিডিয়া ক্রিকেট ফেস্ট মার্চ মাসে
২৪ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন ফর্ম জমা দেওয়ার আহ্বান___
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : প্রতি বছরের মতো এবারেও “মিডিয়া ক্রিকেট ফেস্ট” আয়োজন করতে যাচ্ছে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা (বাকস)। আগামী মাসেই বসছে এবারের এই ক্রিকেট ফেস্ট। এনিয়ে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। তবে এবার প্রতিযোগিতার ফরম্যাটে কিছু রদবদল করা হয়েছে।
জেলা ভিত্তিক কোনও দল থাকছে না। উপত্যকার তিন জেলার মিডিয়া কর্মীরা সরাসরি প্লেয়ার্স ড্র-তে অংশগ্রহণ করতে পারবেন। এর জন্য আগ্রহী মিডিয়া কর্মীদের “রেজিস্ট্রেশন” করাতে হবে। আগামী শনিবার অর্থাৎ ২৪ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন ফর্ম জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। কেন্দ্রীয় কমিটির সম্পাদক, সভাপতি কিংবা সিলেকশন কমিটির কাছে জমা করলেই চলবে।