‘মিরজাফর’, ‘গদ্দার’ আখ্যা দিয়ে কমলাক্ষের কুশপুতুল দাহ শিলচরে
হিবজুর রহমান, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : ‘মিরজাফর’, ‘গদ্দার’, ‘দালাল’ আখ্যা দিয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের কুশপুতুল পুড়ালেন শিলচর জেলা কংগ্রেস কর্মকর্তাদের। বৃহস্পতিবার কুশপতুল পুড়িয়ে কংগ্রেস দলে থেকে বিজেপির দালালি করা লোকদের হাত পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হল। কমলাক্ষের বিরুদ্ধে সরব হয়ে তার বিভিন্ন স্লোগান দিয়ে হাতে প্লে কার্ড নিয়ে কুশপুতুল জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিলচর জেলা কংগ্রেস, যুব কংগ্রেস, এসসি সেল সহ দলের অন্যান্য সংগঠনের কর্মকর্তারা।
এ দিন কমলাক্ষ গদ্দার, বিজেপি মুর্দাবাদ ইত্যাদি স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেন কংগ্রেস কর্মীরা। এরপর সাংবাদিক সম্মেলন করে শিলচর জেলা সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা বলেন, কমলাক্ষ দে পুরকায়স্থ একজন মিরজাফর। তাঁরা জানতেন কমলাক্ষ দে পুরকায়স্থ বিজেপির বি টিম হয়ে কাজ করেছেন। তিনি দল থেকে গিয়েছেন তা কংগ্রেসের জন্য ভালো হয়েছে। বলেন, কমলাক্ষ দল ছেড়ে যাওয়ায় কংগ্রেস আগামী দিনে আরও শক্তিশালী হবে। এবং বরাক উপত্যকা থেকে রাহু মুক্ত হয়েছে। পালবাবু বলেন, নিজের পরিবারকে জেল যাত্রা থেকে বাচাতে হিমন্ত বিশ্ব শর্মার শরণাপন্ন হয়েছেন।
অভিজিৎ পাল হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কংগ্রেস দলে মিরজাফর হয়ে থাকেন তা হলে এখনও সময় আছে বেরিয়ে যান। সাংবাদিক সম্মেলনেউপস্থিত ছিলেন সীমান্ত ভট্টাচার্য, সূর্যকান্ত সরকার, নিশিকান্ত দাস, রনজিৎ দেবনাথ, কৌশল দত্ত, জন্মজয় চৌধুরী, ফরিদা পারভিন, নাবিনা মজুমদার, সাহিন আহমেদ বড়ভূইয়া প্রমুখ।