এখনই অবসর নয় : মেরিকম

২৫ জানুয়ারি : এখনই অবসর নয়। সমস্ত জল্পনা খারিজ করে এখনও খেলবেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন মেরি কম। তবে তাঁর দাবি, মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে।

মেরি কমের দাবি, খেলা থেকে এখনই সন্ন্যাস নেওয়ার কোনও ইচ্ছাই নেই। জল্পনার মধ্যেই মেরি কমের তরফে আজ বৃহস্পতিবার একটি বার্তা দেওয়া হয়। যেখানে তাঁর দাবি, খেলা থেকে অবসর নেওয়ার ইচ্ছা থাকলে আমি নিজে সংবাদমাধ্যমকে জানাব।

বুধবারই অবসরের কথা ঘোষণা করেন ছয়বারের বিশ্ব চাম্পিয়ন মেরি কম। এরপর থেকেই কার্যত একাধিক জল্পনা তৈরি হয়। যদিও সমস্ত জল্পনা খারিজ করে দিয়েছেন তিনি নিজেই।

তিনি বক্সিংয়ের ইতিহাসে প্রথম মহিলা বক্সার হিসেবে ছয়টি বিশ্ব শিরোপা জয়ী ও পাঁচবারের এশিয়ান চ্যাম্পিয়ন। ২০১৪ এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতা প্রথম ভারতীয় মহিলা বক্সার মেরি কমের বয়স এখন ৪১ বছর। কিন্তু ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন (IBA) বক্সারদের নতুন বয়সসীমা বেঁধে দিয়েছে।  কারিগরি ও প্রতিযোগিতার নিয়মের ২.১.২ অনুযায়ী, ১৯ থেকে ৪০ বছরের মধ্যে পুরুষ ও মহিলা বক্সারদের অভিজাত বক্সার হিসেবে তালিকা ভুক্ত করা হয়।

Author

Spread the News