অসমের ভূমিতে আগ্রাসন নাগার, মেরাপানিতে গাছ কেটে দখলের চেষ্টা
বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : রাজ্য সরকার প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানের চেষ্টা করলেও চলছে অসমের ভূমিতে আগ্রাসন। প্রতিবেশী রাজ্যের কিছু লোক আছে যারা অসমের জমি দখলের চেষ্টা করছে। এ নিয়ে সীমান্ত এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
অসম-নাগাল্যান্ড সীমান্তে মেরাপানি গড়বস্তিতে নাগা আক্রমণের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নাগারা গাছ কেটে স্থানীয়দের জমি নষ্ট করে জমি দখলের চেষ্টা করছে। স্থানীয়দের অভিযোগের পর সিআরপিএফ কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।
তবে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি সত্ত্বেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি। নাগাদের জমি দখল করা থেকে আটকানোর চেষ্টা করলে সিআরপিএফ নাগাদের বাধার মুখে পড়তে হচ্ছে। মেরাপানির গড়বস্তির জিতেন চুতিয়ার জমিতে অবৈধভাবে গাছ কাটার চেষ্টা করেছিল নাগারা। এ ঘটনায় ভুক্তভোগী জিতেন চুতিয়া লিখিত অভিযোগ করেছেন।