আন্তর্জাতিক শিক্ষা দিবস উদযাপন রাধামাধব কলেজে

বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : শিক্ষার প্রাসঙ্গিকতা বৃহত্তর। ছাত্র ছাত্রীদের মানুষ হয়ে ওঠার পেছনে শিক্ষার ভূমিকা অনিবার্য। সেখানে শুধু প্রথাগত শিক্ষা নয়, গৃহ থেকে ব্যক্তি জীবন এবং ব্যষ্টি জীবন গড়তে একটি পূর্ণাঙ্গ মানুষের হয়ে ওঠার পেছনেও আছে প্রকৃত শিক্ষা। বুধবার শিলচর রাধামাধব কলেজ শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক শিক্ষা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই মন্তব্য করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. রাহুল চক্রবর্তী।

সঠিক শিক্ষার গুরুত্ব কোথায় ও কি, তার উপরেই আন্তর্জাতিক শিক্ষা দিবসের প্রাসঙ্গিকতা : রাহুল চক্রবর্তী_____

এদিন আন্তর্জাতিক শিক্ষা দিবস উদযাপনের অঙ্গ হিসাবে ‘লার্নিং ফর লাস্টিং পিস’ শীর্ষক বিষয়ের উপর আলোকপাত করতে গিয়ে ড. রাহুল চক্রবর্তী আরও বলেন, বাক স্বাধীনতা যদি শুধুমাত্র মানুষের ব্যক্তি স্বার্থে ব্যবহার হয়, তবে তা শিক্ষার গুণ গত মানকে অপমানিত করে। তাই সঠিক শিক্ষার গুরুত্ব কোথায় ও কি, তার উপরেই এই আন্তর্জাতিক শিক্ষা দিবসের তাৎপর্য।

উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানের মূখ্য অতিথি যোড়হাট নকছাড়ি কলেজের শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান বিশিষ্ট লেখক ড. কুমুদ ঘোষ ভিডিও কনফারেন্সিং সহযোগে উপস্থিত থেকে উপরোক্ত বিষয়ের উপর বক্তব্য রাখেন। এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন রাধামাধব কলেজ শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপিকা সোনালি চন্দ। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ড. সন্তোষ বরা। সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. অরুন্ধতী দত্ত চৌধুরী ও আইকিউএসি-র কো-অর্ডিনেটর ড. সোনালি চৌধুরী। উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. কালীপদ দাশ ও ড. সূর্য্যসেন দেব, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ডঃ রাহুল শরনীয়া, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জীবন দাশ, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা যথাক্রমে ড. নবনিতা দেবনাথ ও শবনম শারংসা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপিকা নম্রতা নাথ, শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপিকা জুই নাথ, দর্শন বিভাগের সহকারী অধ্যাপিকা শবনম বড়ভূইয়া প্রমুখ। 

Author

Spread the News