কানাইশালে নেতাজির জন্মদিন পালন নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও ফরওয়ার্ড ব্লকের

কানাইশালে নেতাজির জন্মদিন পালন নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও ফরওয়ার্ড ব্লকের

বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : দেশের সঙ্গে সঙ্গতি রেখে মঙ্গলবার বরাকভ্যালি প্রগতিশীল নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও জেলা ফরওয়ার্ড ব্লকের কর্মকর্তাদের যৌথ উদ্যোগে ২৩ শে জানুয়ারি জাতীয় মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস সাড়ম্বরে পালন করা হয়। এ দিন প্রথমে সকাল আটটায় কানিশাইলস্থিত সংস্থার জেলা কার্যালয়ে সু-সজ্জিত ট্যাবলো গাড়ি সহযোগে কমিটির কর্মকর্তারা সহ বিপুল সংখ্যক জনগণ মিলে এক বর্ণাঢ্য পদযাত্রা আরম্ভ করে রেলওয়ে গেট অভিমুখ হয়ে শহরের মেইন সড়ক পরিক্রমা করে ছন্তর বাজার পয়েন্ট ছুঁয়ে পুনরায় পেট্রোল পাম্প স্থিত নেতাজির মূর্তির পাদদেশে এসে সবাই জড়ো হন। তারপর শ্রমিক ইউনিয়ন ও ফরওয়ার্ড ব্লকের জেলা কমিটির সম্পাদক নাসির চৌধুরী কলিম, সভাপতি বিষ্ণুপদ বিশ্বাস সহ দলের অন্যান্যরা পেট্রোল পাম্প স্থিত নেতাজির মূর্তির প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ উজ্জ্বলন করেন। তারপর সেখান থেকে সংস্থার কর্মকর্তারা সবাইকে নিয়ে শরিফ নগর খেলার মাঠে উপস্থিত হয়ে জেলার বিভিন্ন জায়গা থেকে আগত শিশুদের নিয়ে খেলাধুলা ও  সাংস্কৃতিক অনুষ্ঠান করান।

এরপর বিকাল ৩ টায়  শুরু হয় অতিথেদের ভাষণ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। এ অনুষ্ঠানে পৌরহিত্য করেন জেলা ফরওয়ার্ড ব্লকের সম্পাদক নাসির চৌধুরী কলিম। সভায় নেতাজির  জীবনাদর্শ ও ভারতের স্বাধীনতা যুদ্ধে তাঁর বিভিন্ন অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি স্বাধীনতা লাভের জন্য যুবাদেরকে উৎসাহিত করতে নেতাজি কি ভাবে বলেছিলেন “তোমারা আমাকে রক্ত দাও আমি স্বাধীনতা এনে দিব” ইত্যাদি অনেক ইতিহাস সম্পর্কে তুলে ধরেন এবং এই মহানায়কের  জন্ম দিবসকে সরকার দেশ প্রেম হিসাবে পালনের ঘোষণা দিতে আহ্বান জানিয়ে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বক্তব্য রাখেন অধ্যাপক এমাদুল ইসলাম চৌধুরী, ফরওয়ার্ড ব্লকের সভাপতি বিষ্ণুপদ বিশ্বাস, সম্পাদক নাসির চৌধুরী কলিম, প্রগতিশীল নির্মাণ সংস্থার সভানেত্রী এস দেব, সহসম্পাদক বিশ্বজিৎ, শিক্ষক শুভাশিস পাল, শিক্ষক অলিদ হোসেইন, শিক্ষাবিদ আতিকুর রহমান চৌধুরী, অনিতা রায়, রিজুকুমার দে, সুমা রায়,বিশিষ্ট সমাজসেবি  আখতারুজ্জামান চৌধুরী, জহিরুল আলম চৌধুরী, খয়রুল আলম চৌধুরী,সহ আরো অনেক।

কানাইশালে নেতাজির জন্মদিন পালন নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও ফরওয়ার্ড ব্লকের

সভা শুরুতে উদ্যোক্তাদের পক্ষ থেকে অতিথিদেরকে গামছা পরিয়ে বরণ করা হয় পাশাপাশি শরীফনগর ধামাকা গ্রুপ বিহু নিত্যে জেলায়  প্রথম স্থান লাভ করায়  তাদেরকেও সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা  জ্ঞাপন করা হয়। শেষে  খেলাধুলা, দেশাত্ববোগান, ধামাইল নিত্য, কুইজ, গান ইত্যাদিতে পুরস্কার প্রাপকদের হাতে সকল অতিথিরা মিলে শংসাপত্র সহ ট্রফি তুলে দেন। সর্বশেষে সভার সভাপতি নাসির চৌধুরী কলিম সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার ইতি টানেন।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News