কেপিপিএল নাইট ক্রিকেটে চ্যাম্পিয়ন বদরপুর
বরাক তরঙ্গ, ১৪ জানুয়ারি : কানিশাইল কেপিপিএল (KPPL) ক্রিকেট ক্লাব আয়োজিত কৃষ্ণেন্দু পাল প্রিমিয়ার লিগ সেভেন এ-সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল বদরপুর চমৎকার ক্লাব। শনিবার রাতে কানিশাইল মাঠে অনুষ্ঠিত হয় এ নাইট ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলা। এতে বদরপুর চমৎকার ক্লাব ফাইনাল ম্যাচে দুর্দান্ত খেলে প্রতিদ্বন্দ্বি দল করিমগঞ্জের ড্রিম সেভেন স্টারকে ৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব অর্জন করে। এ রাতের ফাইনাল খেলায় ৭২ রানের নটআউট ইনিংস সহ দু’টি উইকেট লাভ করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ান দলের অভিজিৎ দাস ফুকু। আর টুর্নামেন্টে সর্বোচ্চ রান করার পাশাপাশি অসাধারণ উইকেট কিপিং ও ফিল্ডিং এর সুবাদে ম্যান অব দি সিরিজ হন হিফজুর রহমান। ফাইনাল খেলায় আম্পায়ার ছিলেন রূপজ্যোতি দাস ও পার্থ দাস।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ কারণে শেষ মুহূর্তে প্রধান অতিথি বিধায়ক কৃষ্ণেন্দু পালের পক্ষে তাঁর বড়ভাই কল্যাণ পাল উপস্থিত হন। প্রথমে অনুষ্ঠানে প্রধান অতিথি কল্যাণ পালকে মালা, গামছা ও ফুলের তোড়া দিয়ে বরণ করেন খেলা কমিটির সভাপতি আব্দুল শাহিদ। তারপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি কল্যাণ পাল তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করে উদ্যোক্তাদের সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি আরও বলেন, খেলাধুলা নিয়ম শৃঙ্খলার শিক্ষাদান সহ একে অন্যের সঙ্গে বন্ধুত্ব ভাব তৈরি করে দেওয়ার পাশাপাশি খেলোয়াড়দের সুস্থ সবল শরীর গঠন করে মনকে ভালো রাখা সহ খেলোয়াড়দের প্রতিভার বিকাশ ঘটায় বলে উল্লেখ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসি ক্লাব সভাপতি খয়রুল আলম চৌধুরী, বদরপুর বিকন কলেজের বাণিজ্য বিভাগের প্রধান আশরাফ আলম রাহি, উমর ফারুক তাপাদার,আব্দুস সুবান, খেলা কমিটির সভাপতি আব্দুল শাহিদ সাইলু, সম্পাদক কুমারজিত দত্ত, তারেক ইকবাল, বদরুল হক ,ইমরান আহমেদ, সুলতান আহমেদ,বাপন আহমদ, আব্দুল মুনিম সহ খেলা কমিটির সবাই।পরে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার কল্যাণ পাল ও অন্যান্যরা মিলে চ্যাম্পিয়ান দল চমৎকার ক্লাবের অধিনায়ক লিয়াকত সহ দলের খেলোয়াড়দের হাতে প্রথম পুরস্কার নগদ ২৫ হাজার টাকা সহ ট্রফি তুলে দেন। আর রানার্স আপ দল ড্রিম সেভেন স্টারের খেলোয়ারদের হাতে ট্রফি সমেত নগদ ১০ হাজার টাকা তুলে দেন আয়োজক কমিটির কর্মকর্তারা।
পরিশেষে KPPL নাইট ক্রিকেট টুর্নামেন্টের আসরটি মাতিয়ে তুলার জন্য প্রতিজন দর্শক, খেলোয়াড়বৃন্দ সহ প্রধান অতিথি কল্যাণ পালের পাশাপাশি উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন খেলা কমিটির সভাপতি আব্দুল সাহিদ সাইলু।
ম্যাচের ধারাভাষ্যকার ছিলেন আবু চৌধুরী, রাহি ও বিক্রমাদিত্য।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।