করিমগঞ্জে গুণোৎসবে আসছেন মন্ত্রী পীযূষ

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : রাজ্যে প্রথম পর্বে গুণোৎসব অন্যান্য জেলার সঙ্গে করিমগঞ্জও শুরু হচ্ছে বুধবার থেকে। চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। এক্সটারন‍্যাল ইভালুয়েটর হিসেবে আসছেন জনসংযোগ ও জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা।

করিমগঞ্জে জেলায় মোট ১৮২৫ টি স্কুলে গুণোৎসবে সামিল হবে ছাত্রছাত্রীরা। জেলায় মোট ৭৭৪ জন এক্সটারন‍্যাল ইভালুয়েটর পরীক্ষা গ্রহণের দায়িত্বে থাকবেন। কাছাড় থেকে ৩০০ জন এবং হাইলাকান্দি থেকে ২১০ জন এবং করিমগঞ্জের ২৬৪ জন বিভিন্ন বিভাগের আধিকারিক, কলেজ অধ‍্যাপক এক্সটারন‍্যাল ইভালুয়েটর হিসেবে গুণোৎসবের দায়িত্বে থাকবেন। পাশিপাশি ১৭৩ জন লিয়াসন অফিসার নিয়োগ করা হয়েছে।

করিমগঞ্জে গুণোৎসব এবছর এক্সটারন‍্যাল ইভালুয়েটর হিসেবে ভিভিআইপির তালিকায় রয়েছেন চারজন শীর্ষ প্রশাসনিক আধিকারিক। বদরপুর শিক্ষাখণ্ডে বিদ‍্যুৎ বিভাগের শীর্ষ আধিকারিক গৌতম তালুকদার (আইএএস), পাথারকান্দি শিক্ষাখণ্ডে বনবিভাগের আধিকারিক পুষ্পলতি মণিকা কিশোর (আইএফএস), দক্ষিণ করিমগঞ্জ শিক্ষাখণ্ডে নগর উন্নয়ন বিভাগের আধিকারিক নয়নজ‍্যোতি ভাগবতী (এসিএস) এবং রাতাবাড়ি শিক্ষাখণ্ডে নির্মলকান্তি দেবনাথ (এসিএস)।

তাছাড়া জেলা আয়ুক্ত মৃদুল যাদব, পুলিশ সুপার পার্থপ্রতীম দাস, শিক্ষা বিভাগের অতিরিক্ত জেলাশাসক ধ্রুবজ‍্যোতি পাঠক সহ বিভাগীয় আধিকারিক পর্যবেক্ষক হিসেবে গুণোৎসব পরিচালনার দায়িত্বে থাকবেন।

Author

Spread the News