বার্তাজীবী সংঘের নয়া সভাপতি মধুসূদন ও সাধারণ সম্পাদক মুকুট
বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : অসম বার্তাজীবী সংঘের নয়া সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মধুসূদন মেধি ও মুকুট রাজ শর্মা। শনিবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ফলাফল ঘোষণা হয় মধ্যরাতে। মেধি হারিয়েছেন তুতুমণি ফুকনকে এবং জগদীশচন্দ্র পাটগিরির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন শর্মা। মধুসূদন মেধির প্রাপ্ত ভোট ৩৬৬টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রাক্তন সভাপতি টুটুমণি ফুকন পেয়েছেন ২৭১ টি ভোট। সাধারণ সম্পাদক পদে মুকুট রাজ শৰ্মা পেয়েছেন ৪০৬ টি ভোট। তাঁর প্ৰতিদ্বন্দী জগদীশ পাটগিরি পান ২৪০ টি ভোট।
এ দিন সংঘের নয়া কমিটি গঠন করতে সবক’টি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৮০৪ টি ভোটের মধ্যে ৬৪৮টি ভোট কাস্ট হয়।
এ ছাড়া নির্বাচিত হন সহসভাপতি পদে অঞ্জনকুমার শর্মা, সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন বৈশিষ্ট দেব ফুকন, কার্যালয় সম্পাদক হেমন্ত বর্মন, প্রচার সম্পাদক অখিল কলিতা ও কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন নবনীতা কলিতা। কমিটির কার্যনির্বাহী ৮ জন সদস্য নির্বাচিত হন প্রদীপ বর্মণ, ভূবন চেতিয়া, ভাস্কর শর্মা, যতীন ভাগবতী, অশ্বিনী দুয়ারা, সোনাধর ডেকা, তরনী কলিতা ও প্রশান্তকুমার মোদক।
উল্লেখ্য, শনিবার গুয়াহাটি প্রেস ক্লাব ভবনে আগামী দুই বছরের কার্যকরী কমিটি গঠন করতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে রিটার্নিং অফিসার হিসেবে ছিলেন অতুল্যমাধব গোস্বামী। সহযোগী হিসেবে ছিলেন পঙ্কজ দোয়ারা। নির্বাচনে মোট ২৯ জন প্রার্থী ছিলেন। প্রতিটি পদে দু’জন করে প্রার্থী এবং আটটি কার্যকরী সদস্য পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ছিলেন।
এদিকে নবনির্বাচিত সভাপতি মধুসূদন মেধি ও সাধারণ সম্পাদক মুকুট রাজ শর্মা বরাক উপত্যকার প্রত্যেক ভোটারদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। এত কষ্ট করে গিয়ে ভোটদানে অংশ নেওয়ায় তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।