নাইন এ-সাইড আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মুর্শিদুল

বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর : গৌরীশংকর রায় মেমোরিয়াল নাইন-এ-সাইড টেনিস বল আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল মুর্শিদুল আলম চৌধুরী। শনিবার শিলচর কলেজিয়েট স্কুলকে হারায়। মুর্শিদুল আলম চৌধুরী মেমোরিয়াল অ্যাকাডেমি স্কুল দশ ওভারে ৫৩ রান করে। জবাবে কলেজিয়েট সব উইকেট হারিয়ে মাত্র ১৫ রান করে। ৩৮ রানে জয়লাভ করে মুর্শিদুল।

ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘সাই বিকাশ প্রতিষ্ঠানের’ অ্যাকাডেমিক ডিরেক্টর মুততুলা নাইডু, সম্মানিত অতিথি ছিলেন ইয়ুথস অ্যাগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি)-এর  কেন্দ্রীয় সভাপতি সঞ্জীব রায় এবং বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন প্রাক্তন ক্রিকেটার তথাগত দেবরয় এবং ক্রিকেট কোচ মুসারফ হোসেন লস্কর। প্রত্যেক বক্তারা ‘ইয়ং মাইন্ডস অর্গানাইজেশন (ওয়াইএমও)’-এর মহতী উদ্যোগের প্রশংসা করেন।

নাইন এ-সাইড আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মুর্শিদুল

এদিকে, শেহরিয়ার রহমান (টুর্নামেন্টের সেরা), সপ্তদীপ পল (টুর্নামেন্টের সেরা বোলার) এবং কিশোর ভট্টাচার্য (টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান)। তাদের হাতে দিলীপ রায় মেমোরিয়াল ট্রফিতে ভূষিত হন। চ্যাম্পিয়ন এবং রানার-আপ ট্রফি দেওয়া হয় গৌরি শংকর রায়ের স্মরণে। ওয়াইএমও-এর পক্ষ থেকে ক্লাবের প্রতিষ্ঠাতা অনিকেথ ঘোষ , গিরিরাজ দেব (সভাপতি), স্মিতা দত্ত (সেক্রেটারি) এবং অভিষেক রায় (কোষাধ্যক্ষ) এগিয়ে এসে  টুর্নামেন্টটিকে সফল করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

নাইন এ-সাইড আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মুর্শিদুল

উল্লেখ্য, গত ২৮ থেকে শুরু হয়। টুর্নামেন্টে মোট ১১টি স্কুল অংশ গ্রহণ করে। এরমধ্যে তিনটি দল কোয়ালিফায়ার এবং এলিমিনেটরের জন্য যোগ্যতা অর্জন করেছে। স্কুল গুলো হল অক্সফোর্ড স্কুল, মুর্শিদুল আলম চৌধুরী মেমোরিয়াল স্কুল ও  শিলচর কলেজিয়েট স্কুল।

Author

Spread the News