দেশের শিক্ষিত মানুষদের একটা বড় অংশই খ্রিস্টান : মোদি
২৬ ডিসেম্বর : দেশের বর্তমান সকলের উন্নতিতে একসঙ্গে কাজ করছে। সবকা সাথ, সবকা বিকাশ-এর মাধ্যমে দেশের প্রতিটি নাগরিক সমস্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করছেন। বড়দিনে দিল্লির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, গান্ধীজি নিজে বলেছিলেন দেশের স্বাধীনতা সংগ্রামে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের বলিদান ভোলা যাবে না। স্বাধীনতার পরও খ্রিস্টান সম্প্রদায় দেশের শিক্ষা, সংস্কৃতির ধারাকে এগিয়ে নিয়ে গিয়েছে। দেশের শিক্ষিত মানুষদের একটা বড় অংশই খ্রিস্টান সম্প্রদায়ে রয়েছে।
এদিন প্রধানমন্ত্রী বলেন, বিজেপি সরকার দেশের প্রতিটি মানুষের উন্নতির কাজে বিভিন্ন প্রকল্পগুলিকে তুলে ধরেছে। সেখানে কোনও জাত, ধর্মকে মানা হয় না। দেশের প্রতিটি নাগরিক যাতে সমস্ত সরকারি প্রকল্প পায় সেদিকে সর্বদাই সচেষ্ট কেন্দ্রীয় সরকার। সকল দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভোকাল ফর লোকালে সকলকে জোর দিতে হবে। তবেই দেশের আর্থিক পরিস্থিতির আরও উন্নতি ঘটবে।