৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত বৈধ, নয় মাসের মধ্যে ভোট নিতে নির্দেশ সুপ্রিম কোর্টের
১১ ডিসেম্বর : জম্মু ও কাশ্মীরে আগামী বছর সেপ্টেম্বর মাসের মধ্যে ভোট করানোর ব্যাপারে জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। উপত্যকায় এখন রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে। সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, ৯ মাসের মধ্যে জম্মু এবং কাশ্মীর এই দুই জায়গাতেই নির্বাচন করাতে হবে।
এ ছাড়া জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত বৈধ ছিল, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালত জানিয়ে দেয়, ৩৭০ ধারা একটি অস্থায়ী ব্যবস্থা ছিল। তাই এই ধারা বিলোপ করার অধিকার রয়েছে রাষ্ট্রপতির। সংবিধান অনুসারেই জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়েছে।
সেই সঙ্গে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যেই জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচন শেষ করতে হবে।