রুদ্ধশ্বাস প্রতীক্ষার অবসান! ৪০০ ঘণ্টা পর খোলা আকাশের নীচে ৪১ জন শ্রমিক

২৮ নভেম্বর : রুদ্ধশ্বাস প্রতীক্ষার অবসান! ১৭ দিন পর মিশন কমপ্লিট! টানা ২৬ ঘণ্টা ম্যানুয়াল ড্রিলিং বা হাতে খোঁড়ার পর উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে আটকে থাকা শ্রমিকদের একে একে বাইরে বের করে আনলেন উদ্ধারকারীরা। অন্ধকার গলিপথে স্ট্রেচারে করে তাঁদের সকলকে অক্ষত অবস্থায় বাইরে আনা হয়।

আলোর উৎসবে যখন গোটা দেশ মেতেছিল, সেইদিন ধসে অন্ধকার সুড়ঙ্গে আটকে পড়েছিলেন ৪১ শ্রমিক। আজ, ২৮ নভেম্বর উৎকণ্ঠা, অপেক্ষার অবসান। সুড়ঙ্গ বিপর্যয়ের ১৭ দিনের মাথায় একে একে মুক্তি পেলেন আটকে পড়া শ্রমিকরা। সকলেই সুস্থ আছেন। উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে ৪০০ ঘণ্টা পর খোলা আকাশের নীচে ৪১ জন শ্রমিক। কাটল বন্দিদশা। হাসি ফুটল আত্মীয়, পরিজন থেকে দেশবাসীর মুখেও।

রুদ্ধশ্বাস প্রতীক্ষার অবসান! ৪০০ ঘণ্টা পর খোলা আকাশের নীচে ৪১ জন শ্রমিক

ইতিমধ্যেই উত্তরাখণ্ডে বাজি ফাটিয়ে উদযাপন শুরু। উদ্ধারের পর শ্রমিকদের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। সুড়ঙ্গের বাইরে মিষ্টি বিতরণ করে উদযাপনে সামিল স্থানীয়রাও। উদ্ধারের পর অস্থায়ী একটি স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার জন্য শ্রমিকদের নিয়ে যাওয়া হয়েছে। এরপর ৩০ কিলোমিটার দূরে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তৈরি করা হয়েছে গ্রিন করিডোর। প্রস্তুত রয়েছে ৪১টি অ্যাম্বুল্যান্স। উত্তরকাশী জেলা হাসপাতালে ৪১টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। প্রত্যেক শয্যায় রয়েছে অক্সিজেনের ব্যবস্থা। কোনও শ্রমিকের অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত হৃষীকেশ এইমস হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চপার রয়েছে।

রুদ্ধশ্বাস প্রতীক্ষার অবসান! ৪০০ ঘণ্টা পর খোলা আকাশের নীচে ৪১ জন শ্রমিক
উদ্ধার কাজের চার নায়ক।

উল্লেখ্য, গত সতেরো দিন ধরে আটকে পড়া ৪১ জনকে উদ্ধার করার জন্য নিরলস প্রয়াস চালিয়েছেন এনডিআরএফ, এসডিআরএফ, ভারতীয় সেনাবাহিনী এবং অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় সংস্থাগুলির কর্মীরা। উদ্ধারে সহায়তা করেছেন বিভিন্ন বিদেশী বিশেষজ্ঞরাও। ছবি সংগৃহিত।

Author

Spread the News