আরও ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি ইজরায়েলের
২৭ নভেম্বর : যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী তৃতীয় দফায় কারাগার থেকে আরও ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইজরায়েল। ইজরায়েলির কারাগার কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার তৃতীয় দফায় ১৩ ইসরাইলি ও ৪ বিদেশি নাগরিককে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। খবর আল জাজিরার। ইসরাইলি কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, `হামাস ১৩ জন ইসরাইলি ও চারজন বিদেশি নাগরিককে রেড ক্রসের কাছে হস্তান্তর করার পর ৩৯ জন ফিলিস্তিনিকে মুক্ত করে দেয়া হয়েছে।’
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইজরায়েলি কারাগার থেকে ফিলিস্তিনিদের মুক্তি উপলক্ষ্যে রবিবার রাতে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় বিশাল সংখ্যক জনতা রাস্তায় নেমে আসেন। সেখানে তারা মুক্তি পাওয়া বন্দিদের বহনকারী রেড ক্রসের বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় কেউ কেউ ফিলিস্তিনের প্রধান দুটি রাজনৈতিক দল হামাস ও ফাতাহ’র পতাকার পাশাপাশি ফিলিস্তিনি পতাকাও ওড়ান।