পাথারকান্দিতে পাচারের পথে সেগুন কাঠ উদ্ধার, ধৃত চালক
বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : অসম-ত্রিপুরা ৮ জাতীয় সড়ক দিয়ে পাথারকান্দিতে পাচারের পথে বলেরো পিকআপ বোঝাই সেগুন কাঠ ধরা পরল বনকর্মীদের হাতে। একই সঙ্গে আটক করা হয় গাড়ি চালককে। পাথারকান্দি ফরেস্ট রেঞ্জের রেঞ্জ কর্তা মনোজকুমার দাসের নির্দেশে বুধবার রাতে স্থানীয় একদল বনকর্মী পাথারকান্দি মুন্ডমালা এলাকার বাইপাস সড়কে থেকে কাঠ বোঝাই একটি গাড়ি আটক করে বনকর্মীরা।
জানা গেছে, এদিন গোপন খবরের ভিত্তিত্বে অভিযানে নেমে এই সাফল্য পায় রাত অনুমানিক আড়াইটে নাগাদ। একটি বলেরো পিকআপ গাড়ি ত্রিপল বাধা অবস্থায় এ রুট দিয়ে এগিয়ে যাবার পথে গাড়িটিকে দাঁড় করান কর্তব্যরত বনকর্মীরা। পরে গাড়িতে তল্লাশি করলে ভিতরে পাওয়া যায় প্রায় ৫৫ সিএফটি চেরা সেগুন কাঠ। যার কালোবাজারী মূল্য অনুমানিক ৭০ হাজার টাকার মত হবে। এতে আটক করা হয় চালককেও।তার নাম উৎপল হাসান (২৫)। বাড়ি কাঁঠালতলিতে। পরে গাড়ি সহ চালককে নিয়ে যাওয়া হয় ফরেষ্ট রেঞ্জ কার্যালয়ে। বৃহস্পতিবার ধৃত চালককে আদালতে তোলা হলে আদালতের নির্দেশে তার ঠাঁই হয় জেল হাজতে।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।