বিধানসভায় পাস হয়ে আসা বিল ছাড়তে দেরি, সুপ্রিম কোর্টের ধমক
১০ নভেম্বর : বিধানসভায় পাস হয়ে আসা বিল ছাড়তে দেরি হওয়ায় সুপ্রিম কোর্টের কাছে ধমক খেলেন পাঞ্জাবের রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত। আদালত জানিয়েছে, “আমাদের দেশ একটি নির্দিষ্ট পদ্ধতিতে চলে। সেই অনুযায়ী আপনাকে চলতে হবে”। জানা গিয়েছে, অন্তত ৭টি বিল আটকে রাখার অভিযোগ রয়েছে বানওয়ারিলালের বিরুদ্ধে। সেই অভিযোগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পঞ্জাবের আপ সরকার।
আদালতের বক্তব্য, রাজ্য বিধানসভায় একবার পাস হয়ে যাওয়া বিল এভাবে দিনের পর দিন আটকে রাখ যায় না। রাজ্যপাল নিজের মনমত যা খুশি করতে পারেন না। বাংলাতেও পরিস্থিতিটা খানিকটা একই রকম। বিধানসভায় পাস হওয়া একাধিক বিল আটকে রেখেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকারও। এখন দেখার বিষয় দেশের শীর্ষ আদালত কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা। খবর : আজকাল অনলাইন।