হাইলাকান্দিতে সাংস্কৃতিক মহাসংগ্রামের প্রস্তুতি নিয়ে বিচারকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক
বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাওয়া বয়স ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম হাইলাকান্দি জেলাতে সুন্দর রূপ দিতে বদ্ধপরিকর রয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসন। জেলা আয়ুক্ত নিসর্গ হিবরে জেলাবাসীকে এই সাংস্কৃতিক মহাসংগ্রামের অংশ গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন। এদিকে, শুক্রবার জেলার জন্য নির্বাচিত ৬৩ জন বিচারককে গুয়াহাটি থেকে প্রাপ্ত নিয়ম নীতি নিয়ে আলোচনা করেন। এছাড়াও বিচারকদের হাতে গুয়াহাটি থেকে আসা ‘জাজেস কিট’ তুলে দেন অতিরিক্ত জেলা আয়ুক্ত কিমচিন হাগন।
অন্যদিকে, জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক সাজ্জাদুর হক চৌধুরী জানান, রাজ্যের সাংস্কৃতিক পরিক্রমা সঞ্চালকালয় থেকে অসম সাংস্কৃতিক মহাসংগ্রাম শীর্ষক রাজ্য ভিত্তিক প্রতিযোগিতা ২০২৩-২৪ এ অংশ গ্রহণ করার জন্য আগামী ৫ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। এমর্মে রাজ্যের প্রতি জেলা আয়ুক্তকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রতিযোগিদের গ্রাম পঞ্চায়েত কার্যালয়, খণ্ড উন্নয়ন আধিকারিক এর কার্যালয় ও পুরসভা কার্যালয়ে ৫ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। ইতিমধ্যে এই প্রতিযোগিতা ২৫ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল। পরিবর্তিত আগামী ১০ নভেম্বর থেকে গ্রাম পঞ্চায়েত ও পুরসভার স্তরে এই প্রতিযোগিতা শুরু হবে। ৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বিধানসভা পর্যায়ে, ২ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত জেলা পর্যায়ে এবং ২৮ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যপর্যায়ের প্রতিযোগিতা চলবে। চূড়ান্ত প্রতিযোগিতা ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে হাইলাকান্দি জেলায় প্রায় ৪ হাজার প্রতিযোগী নাম নথিভুক্ত হয়েছে।