সড়কের পাশে যুবক-কিশোরীর লাশ, চাঞ্চল্য
বরাক তরঙ্গ, ২ নভেম্বর : একসঙ্গে যুবক-কিশোরীর মৃতদেহ উদ্ধার হল। দু’টি মৃতদেহ উদ্ধার নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
শিবসাগরে মৃতদেহ দুটি পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোরে শিবসাগরের দিচাংয়ের মাঝগাঁওয়ের ৩৭ নং জাতীয় সড়কের পাশে উদ্ধার হয় যুবক-কিশোরীর লাশ।
রক্তমাখ মৃতদেহ দু’টি পরিচর পাওয়া গেছে। মৃতদের নাম পলাশ গগৈ (২২) এবং লাকি মেচ (১৬)। ডিমৌ জিয়ামারির যুবক পলাশ গগৈ এবং ডিমৌ কাছারি পথারের লাকি মেচ বলে জানা যায়।
এও জানা যায়, পলাশ গগৈ কিশোরী লাকি নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। তাদের মৃত্যুপথ দুর্ঘটনায় না অনার কিলিং এমন প্রশ্ন উঁকি মারছে জনমনে। তবে পুলিশের তদন্তের পরই ঘটনার মূল কারণ জানা যাবে।পুলিশ বর্তমানে ঘটনার তদন্ত করছে।
এ দিকে, রাজ্যে প্রতিদিনই একের পর এক রহস্যময় মৃতদেহ পাওয়া যাচ্ছে। রাজ্যে উদ্ধার হচ্ছে বহু মৃতদেহ। রাজ্যে ক্রমাগত বেড়ে চলেছে অপরাধের ঘটনা। সাম্প্রতিক দিনগুলিতে, রাজ্যের প্রতিটি প্রান্তে মৃতদেহ পাওয়া গেছে।