বিনা চিকিৎসাতেই মারা গেলেন প্রাক্তন বিজেপি সাংসদের ছেলে

৩১ অক্টোবর : হাসপাতালে বেড নেই। একপ্রকার বিনা চিকিৎসাতেই মারা গেলেন প্রাক্তন বিজেপি সাংসদের ছেলে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশে বান্দা এলাকার প্রাক্তন সাংসদ ভৈরঁ প্রসাদ মিশ্র। তাঁর ছেলে ৪১ বছরের প্রকাশ মিশ্র কিডনির সমস্যায় ভুগছিলেন। রবিবার রাত ১১টা নাগাদ তাঁকে লখনউয়ের এসজিপিজিআই হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসক জানিয়ে দেন বেড খালি নেই। কিছুক্ষণের মধ্যেই প্রকাশ মিশ্রের মৃত্যু হয়। এরপরই জরুরি বিভাগের ঠিক বাইরে ছেলের দেহ নিয়ে ধরনায় বসেন বিজেপি নেতা। তিনি বলেন, ‘‌ছেলেকে হারিয়েছি। কিন্তু আমি সেখানে বসার পর, আরও লোক আমার সঙ্গে যোগ দিয়েছিল। আমার পরে আরও অন্তত ২০–২৫ জন চিকিৎসা করাতে এসেছিলেন। যখন প্রতিবাদ করতে বসি, তখন তারা সবাই ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করেছে। তার শাস্তি হওয়া উচিত।’‌ হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। বিষয়টির তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সমাজবাদী পার্টি এই ঘটনায় রাজ্যের বিজেপি সরকারকেই নিশানা করেছে।
খবর : আজকাল অনলাইন।

Author

Spread the News