যাত্রীবাহী গাড়ির ধাক্কা গাছে, মৃত্যু শিশুসহ পাঁচজনের
৩১ অক্টোবর : উত্তরপ্রদেশের জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী গাড়ি ধাক্কা মারে গাছে। দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন এক পরিবারের ৫ সদস্য। মৃতদের মধ্যে ৪ বছরের এক শিশুও রয়েছে।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। উত্তরপ্রদেশের হারদৌ এলাকায়। বরাকন্ঠ গ্রাম থেকে গাড়িটি যাত্রীদের নিয়ে নয়াগাঁওয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। যাওয়ার পথেই জাতীয় সড়কে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সজোরে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি।
তড়িঘড়ি করে গাড়ির যাত্রীদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।