স্কুটি-ডাম্পারের মুখোমুখি, হত এক, আহত ২

বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : স্কুটি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ ঘটল। এ দুর্ঘটনায় প্রাণ হারালেন একজন। আহত আরও দুইজন। মঙ্গলবার মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়  মঙ্গলদৈয়ের কনওয়ারপাড়ায়। দুর্ঘটনাটি এত ভয়ঙ্কর ছিল। স্কুটি একটি দ্রুতগতির ডাম্পারের নিচে চলে যায়।

নিহত যুবক মঙ্গলদৈয়ের ঝাড়গাঁওয়ের সুমিত চাহরিয়া। আহতরা হলেন-বেজপাড়ার ডেভিড চাহরিয়া ও মঙ্গলদৈয়ের মাজগাঁও-২-এর নীলিম ডেকা।

Author

Spread the News