শিফা ফার্মেসি ইনস্টিটিউটের ডি ফার্ম এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বরাক তরঙ্গ, ১৬ অক্টোবর : শিলচর মেহেরপুরের শিফা ফার্মেসি ইনস্টিটিউট থেকে প্রথমবারের মতো ডি ফার্ম কোর্স সফলভাবে সমাপ্ত করার জন্য ইনস্টিটিউট ৪৭ জনকে বিদায়ী শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়েছে। রবিবার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিফা ফার্মেসি ইনস্টিটিউট চেয়ারম্যান মবজিল হোসেন বড়ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইয়াহইয়া মজুমদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাবাড়িঘাট জিপি সভাপতি প্রতিনিধি সামসুল ইসলাম বড়ভূইয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় ক্যান্সার হাসপাতাল এবং গবেষণা কেন্দ্রের অনকোলজি বিভাগের অধ্যক্ষ এল মেলোরি দেবী।
এছাড়াও উপস্থিত ছিলেন এসপিআই অধ্যক্ষ ডাঃ পৌলমী পাল, আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এর ভাইস প্রিন্সিপাল, সুমিয়ারা বেগম লস্কর সহ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে অতিথিরা এবং ইনস্টিটিউট কর্তৃপক্ষ বক্তব্য রাখতে গিয়ে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। এছাড়াও ইনস্টিটিউট কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এদিন ৪৭ জন বিদায়ী শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয় এবং অনুষ্ঠান শেষে ইনস্টিটিউট এর তরফ থেকে ডি ফার্ম এর সনদপত্র তুলে দেওয়া হয়। উল্লেখ্য, শিলচর শহরের কেন্দ্রস্থলে একমাত্র বেসরকারি ইনস্টিটিউট শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের অধীনে ডি ফার্ম কোর্স করানো হয় এই ইনস্টিটিউটে। ইনস্টিটিউটটি ফার্মাসি কাউন্সিল অব ইন্ডিয়া, নয়া দিল্লির দ্বারা অনুমোদিত।
প্রতিবেদক : হিফজুর রহমান, শিলচর।