সোনাই থানায় পুকুরের কাজের সূচনা এএসপি  সুব্রত সেনের

বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : সোনাই পুরসভার জিআইএ তহবিল ২০১৯-২০ অর্থ বছরের ২৯ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকা ব্যয়ে সোনাই থানার পুকুরের কাজের ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে ফলক উন্মোচন করলেন এএসপি (হেড কোয়াটার)  সুব্রত সেন। সঙ্গে ছিলেন এসডি ও  সদর কুমার গৌরব দাস, জন পান বাই (সিআই ইস্ট), সোনাই ওসি এমএম হেণ্ডিক, পুরসভার চেয়ারম্যান শিলুরানি দাস, ভাইস চেয়ারম্যান সাহারুল আলম শেখ, পুর কমিশনার বিভাশিস রায়, এস এম দিলোয়ার জাহান লস্কর, নেবুল ইসলাম লস্কর, রাঙ্গিরখাড়ি ওসি  মিনাক্ষী নাথ, পুর কমিশনার  প্রতিনিধি আজাদ হোসেন লস্কর, রামকৃষ্ণ নাথ, আনসারুল হক লস্কর, পুরসভার সিপিও ইব্রাহিম লস্কর, জেই জমিল আহমেদ লস্কর, পুরনেত্রীর প্রতিনিধি সুবিনয় দাস সহ অনেকেই। উদ্বোধনের পর এএসপি  সুব্রত সেন, গাছের চারা রোপন  করেন। সংক্ষিপ্ত বক্তব্যে এএসপি সুব্রত বাবু সোনাই থানায় সুন্দর পুকুর নির্মানের জন্য পুরসভা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, সোনাই বাজারের মধ্যে এই পুষ্করিনী থানার সুন্দর্য্য বৃদ্ধি করবে। তিনি বলেন, সরকারি কর্মী হিসাবে আমি ও ওসি অস্থায়ী। কিন্ত পুষ্করিনীটি যুগ যুগ ধরে কাজে লাগবে।  তাই পরিস্কার পরিছন্নভাবে পুকুরটি জিইয়ে রাখার আহ্বান জানিয়েছেন।

পুরনেত্রী শিলুরানি দাস সংক্ষিপ্ত বক্তব্য বলেন, এই পুকুরের সোনাই থানায় জলের সমস্যার স্থায়ী সমাধান ঘটাবে। পুরসভার ভাইস চেয়ারম্যান সাহারুল আলম শেখ তার বক্তব্যে এসপি ও সোনাই থানার ওসির ভুয়সী প্রশংসা করে বলেন, পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা সোনাইকে সুন্দর করতে পেরেছি। পুরসভার পক্ষ থেকে প্রশাসনিক কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা সব সময় তাদের সহযোগিতা পেয়ে আসছি। পুর সভার তহবিল থেকে থানার পুষ্করিনী কাজ করতে পেরে আমরা অনেক খুসি হয়েছি। এর আগে এএসপি সুব্রত সেন ও এসডিও সদর কুমার গৌরব দাসকে পুরসভার পক্ষ থেকে ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয়।
প্রতিবেদক : নিপ্পু লস্কর, সোনাই।

Author

Spread the News