ডিলিমিটেশন : আন্দোলন আরও তীব্র হবে ধিক্কার সমাবেশে হুশিয়ারি
বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রী মুখে যাই বলুন না কেন ডিলিমিটেশন নিয়ে ক্ষোভ কোন ভাবেই কমছে না শিলচর সহ বরাকে। বুধবার ধিক্কার মিছিলের অনুমতি না পেয়ে ধিক্কার সমাবেশের আয়োজন করল সিআরপিসিসি, আসাম। শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে আয়োজিত ধিক্কার সমাবেশে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন সংগঠনের কর্মকর্তারা। ডিলিমিটেশনের নামে জনগণের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া কোন ভাবে মেনে নেওয়া যাবে না বলে জানিয়ে দেন।
সমাবেশে বক্তব্য রাখেন রফিক আহমেদ, সাধন পুরকায়স্থ, কাটিগড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝারভূইয়া, হায়দর হুসেন চৌধুরী, সঞ্জীব রায় প্রমুখ। বক্তারা বলেন, ধিক্কার সমাবেশই শেষ নয় আগামীতে তীব্র থেকে তীব্রতর আন্দোলন বরাকের বুকে গড়ে তোলা হবে। ডিলিমিটেশন বাতিলের দাবিতে আন্দোলনকে গ্রামেগঞ্জে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
সমাবেশে অন্যান্যদের মধ্যে ছিলেন বেশ কয়েকজন মহিলা সহ শ্যামদেও কুর্মী, কিশোরকুমার ভট্টাচার্য, অজয় রায় সংগঠনের সম্পাদক হিল্লোল ভট্টাচার্য, হিউম্যানিটি ফাউন্ডেশন এর সভাপতি সিহাব উদ্দিন আহমেদ, এসইউসিআই (কমিউনিস্ট) দলের ভবতোষ চক্রবর্তী, ফোরাম ফর সোশ্যাল হারমনি’র প্রদীপ নাথ, সংগঠনের কাছাড় জেলা সম্পাদক মধুসূদন কর, সিপিআই এর লোকনাথ দেবরায়, এআইইউডিএফ এর নবদ্বীপ দাস, হিন্দুস্থানী পরিষদের বীরভদ্র সিং প্রমুখ।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য ও হিবজুর রহমান, শিলচর।