আফস্পা অ্যাক্ট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হিমন্তর
৫ সেপ্টেম্বর : অসম থেকে আফস্পা বা আমর্ড ফোর্সেস (স্পেশাল পাওয়ার) অ্যাক্ট পুরোপুরি তুলে নেওয়ার রূপরেখা নির্ধারণ করতে গুরুত্বপূর্ণ বৈঠক হল নয়াদিল্লিতে।
সোমবার ওই বৈঠক হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মধ্যে। পরে অসমের মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শ মতো পরবর্তী পদক্ষেপ করবে তাঁর সরকার।
এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন হিমন্ত। সেখানে তিনি লিখেছেন, ”অসম থেকে আমর্ড ফোর্সেস (স্পেশাল পাওয়ার) অ্যাক্ট সম্পূর্ণ প্রত্যাহারের জন্য রোডম্যাপ নিয়ে আলোচনা করতে আমি আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেছি। অসম সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করবে।”
অসমেও এই আইন দীর্ঘ সময় ধরে বলবত্ ছিল। ২০২২ সালের ১ এপ্রিল অসমের ৯টি জেলা ও একটি জেলার একটি মহকুমা ছাড়া বাকি অংশ থেকে তুলে নেওয়া হয়। এখন উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের আটটি জেলায় সীমাবদ্ধ রয়েছে। সেই জেলাগুলি হল তিনসুকিয়া, ডিব্রুগড়, চরাইদেও, শিবসাগর, যোড়হাট, গোলাঘাট, কার্বি আংলং ও দিমা হাসাও।