শিলচর মেডিক্যালে অনুষ্ঠিত শুশ্রূষা সেতুর দ্বিতীয় পর্যায়ের স্বাস্থ্য শিবির

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার শুশ্রূষা সেতুর দ্বিতীয় পর্যায়ের স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত করা হয়। প্রাথমিক পর্যায়ের শিবিরগুলো শ্রীভূমি, হাইলাকান্দি ও কাছাড়ের বিভিন্ন এলাকায় আয়োজিত হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত। এখন পর্যন্ত মোট ১১টি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত করা হয়েছে বরাকের বিভিন্ন স্থানে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ডাঃ গুপ্ত জানান, বাইরে থেকে যেসব রোগীদের সিনাক্ত করা হয়েছে তাঁদের নিয়ে আজ দ্বিতীয় পর্যায়ের স্বাস্থ্য শিবির শিলচর মেডিক্যালে আয়োজন করা হয়েছে। শিবিরে কাছাড়ের উধারন্দ ও শ্রীভূমি জেলা থেকে আগত রোগীদের চিকিৎসা করে ওষুধ তুলে দেওয়া হয়েছে। এদিন ৩৯০জনের অধিক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ। যদিও এনএইচএম কর্মীদের আন্দোলনের কারণে রোগীদের সংখ্যা কিছুটা কম ছিল, তবে হাসাপাতালের পরিকাঠামো ঠিক থাকায় রোগীদের পরিসেবা প্রদানের ক্ষেত্রে প্রস্তুত শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতাল। চিকিৎসক ও নার্স থেকে ধরে নিরাপত্তা কর্মীরাও তাঁদের দায়িত্ব সহকারে কাজ করে যাচ্ছে।

শুরুতে সাংসদ পরিমল শুক্লবৈদ্য মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে শিবিরের উদ্বোধন করেন। এছাড়াও হাসপাতাল পরিচালনা কমিটির সহ-সভাপতি কৌশিক রায়, জেলা কমিশনার মৃদুল যাদব, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাঃ শিবানন্দ রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্যায়ের স্বাস্থ্য শিবিরটি বৃহস্পতিবার শুরু হয়েছে এবং আগামী ৬দিন পর্যন্ত চলবে বলে জানিয়েছেন ডাঃ ভাস্কর গুপ্ত।

Spread the News
error: Content is protected !!