বদরপুর–মাছিমপুর এলাকায় প্রধান সড়ক সংস্কারের দাবিতে সরব কাছে কংগ্রেস

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : বদরপুর-মাছিমপুরের বেহাল রাস্তার সংস্কারের দাবিতে জেলা কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করল মণ্ডল কংগ্রেস। বৃহস্পতিবার প্রাক্তন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বদরপুর-মাছিমপুর এলাকার প্রাণকেন্দ্র হয়ে যাওয়া প্রধান রাস্তাটির জরুরি মেরামতি ও সংস্কারের দাবি জানান। কংগ্রেস নেতৃত্ব জানায়, বদরপুর–মাছিমপুর পঞ্চায়েত এলাকার এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়ছেন। বর্ষাকালে এ রাস্তা কার্যত চলাচলের অযোগ্য হয়ে ওঠে, ফলে শিক্ষার্থী, রোগীসহ অসংখ্য মানুষ নানা সমস্যার সম্মুখীন হন। স্মারকলিপি গ্রহণ করে জেলা কমিশনার প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে প্রশাসন অতি দ্রুত রাস্তা সংস্কার কাজ শুরু করবে। তিনি বলেন, “বদরপুর–মাছিমপুর এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন প্রশাসনের সর্বাধিক অগ্রাধিকার—এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, শিলচর জেলা পরিষদের সদস্য নুর ইসলাম বড়ভূইয়া, তাজউদ্দিন মজুমদার, আনসার উদ্দিন, করিম উদ্দিন বড়ভূইয়া, আনোয়ার হোসেন বড়ভূইয়া, সঞ্জয় নাথ, ইসলাম উদ্দিন, রহিম উদ্দিন ও স্থানীয় কংগ্রেস কর্মীবৃন্দ।

Spread the News
error: Content is protected !!