পয়লাপুল থেকে ভুয়ো চিকিৎসক গ্রেফতার

কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : কাছাড় জেলায় আরও এক ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করা হল। বুধবার রাতে লক্ষীপুর থানা এলাকার পয়লাপুল থেকে গ্রেফতার করা হয়েছে ভুয়ো চিকিৎসককে। এক বিশেষ সূত্রের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে লক্ষীপুর পুলিশ শেখর আচার্য নামে ভুয়ো চিকিৎসককে তার পয়লাপুলের বাড়ি থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ১৪৫/২০২৫ নম্বরে এক মামলা নথিভুক্ত করে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

বৃহস্পতিবার তাকে লক্ষীপুর আদালতে হাজির করানো হলে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়। তার কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত কিছু সামগ্রী ও নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। তিনি কয়েক বছর থেকে লক্ষীপুরের পয়লাপুলে চিকিৎসক হিসেবে রোগী দেখে যাচ্ছেন। সাধারণ মানুষের কাছে তিনি চিকিৎসক হিসেবে পরিচিত হলেও বৈধ সার্টিফিকেট না থাকায় বুধবার রাতে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

Spread the News
error: Content is protected !!