উধারবন্দে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিধায়ক, কংগ্রেসও

বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : উধারবন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো কংগ্রেস। বুধবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নিয়ে সাহায্যের বাড়িয়ে দেন কংগ্রেস কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন উধারবন্দ ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দী, পাপন দেব, রনজিত দেবনাথ, মনসুর বড়লস্কর সহ অন্যান্যরা।

উল্লেখ্য, মঙ্গলবার উধারবন্দ থানার অন্তর্গত ৪ জেসি গার্লস হাইস্কুল রোডের মালিপাড়ার বেণু মালাকারের বাসগৃহে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায়। এতে অসহায় হয়ে পড়েছেন বেণু মালাকার। এ দিন বিকেল চারটা নাগাদ ঘরে কেউ না থাকা অবস্থায় আচমকা ঘরের পিছন দিকে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে আসবাবপত্র-সহ ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক মিহিরকান্তি সোম। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বেণু মালাকারের বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন বিধায়ক।

Spread the News
error: Content is protected !!