নাবালিকা ছাত্রীকে বাগানে নিয়ে কুকাণ্ড
বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : রাজ্যে বাড়ছে অপরাধমূলক ঘটনা। পাষাণ মানসিকতার কিছু মানুষের হাত থেকে রক্ষা পাচ্ছে না শিশু থেকে প্রবীণ কেউই। সর্বশেষ আবার তিনসুকিয়ায় প্রকাশ্যে এসেছে এক নৃশংস ঘটনা। স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে দলবেধে ধর্ষণের অভিযোগে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্ত চলছে।
তথ্য অনুযায়ী, তিনসুকিয়ার বরডুবি এলাকায় নাবালিকা ছাত্রীকে নির্যাতনের এই বর্বর ঘটনা ঘটেছে। সোমবার স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল শিশুটি। সেই সময় তিনজন যুবক তাকে আটকায় এবং জোর করে তুলে নিয়ে গিয়ে দলবেধে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে অভিযুক্তরা পালিয়ে যায়। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে খোঁজ করতে থাকে। পরে বাগানের ভেতর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় ছাত্রীটিকে উদ্ধার করা হয়।
ছাত্রী জানায়, তিন যুবক মোটরবাইকে এসে তাকে বাগানের দিকে জোর করে নিয়ে যায় এবং সেখানে নির্যাতন চালায়। সূত্রে জানা গেছে, তার দুই হাতে আঘাতের চিহ্ন স্পষ্ট। উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, “আমরা বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে শিশুটিকে পাই। তখন তার অবস্থা খুব খারাপ ছিল, অচেতন অবস্থায় পড়ে ছিল। গায়ে কোনও কাপড় ছিল না। পরে আমরা পুলিশকে খবর দিই ও থানায় নিয়ে যাই। এই ঘটনার ন্যায়বিচার চাই।”
নাবালিকার ওপর সংঘটিত এই জঘন্য কাণ্ডে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে ছাত্রীটির স্কুলব্যাগ এবং ইউনিফর্ম উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত ধরপাকড়ের কোন খবর নেই।

