শিলচর স্পোর্টিং ক্লাবের নতুন জার্সি উন্মোচন

বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : শিলচরের সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শিলচর স্পোর্টিং ক্লাবের নতুন জার্সির উন্মোচন হলো মঙ্গলবার। এদিন স্পোর্টিংয়ের মাঠে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ক্লাবের খেলোয়াড়দের হাতে নতুন জার্সি তুলে দেওয়া হয়। নতুন জার্সি গুলো স্পন্সর করেন শিলচরের প্রখ্যাত ‘খান জুয়েলার্স’ এর স্বত্বাধিকারী অজয় খান ও তাঁর পুত্র সিদ্ধার্থ খান।

এদিন খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ড. অনুপকুমার রায়, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ খান, উপ-সভাপতি নির্মল দাস, কোষাধ্যক্ষ সত্যজিৎ দাস, এজিএস (প্রশাসন) শঙ্কর সরকার, ফুটবল সচিব অনিমেষ চন্দ, ক্রিকেট সচিব রঞ্জু চন্দ, সেক্রেটারি (আদার্স) সুদীপ রায় চৌধুরী ও প্রচার সম্পাদক কমলেশ দাশ।

এদিনের সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্লাবের সভাপতি অনুপকুমার রায় বলেন, আজ আমরা শিলচর স্পোর্টিংয়ের নতুন জার্সি উন্মোচন করতে পেরে অত্যন্ত আনন্দিত। শহরের প্রখ্যাত খান জুয়েলার্স এর স্বত্বাধিকারী অজয় খান ও তার পুত্র সিদ্ধার্থ খানকে ক্রীড়াপ্রেমী ব্যক্তি হিসাবে এগিয়ে আসার জন্য ক্লাবের পক্ষ থেকে তাদের অশেষ ধন্যবাদ জানান তিনি। অনুপ বাবু বলেন আমরা আনন্দিত এজন্যে যে আমাদের সংস্থার নিজস্ব একজন সদস্যের অনুপ্রেরণায় খেলোয়াড়দের জার্সি প্রদান করতে পেরেছি আমরা। সংস্থার সাধারণ সম্পাদক সিদ্ধার্থ খান বলেন, শিলচর স্পোর্টিং বরাক উপত্যকার দ্বিতীয়তম প্রাচীন ক্রীড়া সংগঠন এবং এই ক্লাব এবছর ৯০ বছরে পা রেখেছে কাজেই এতো পুরাতন একটা ক্রীড়া সংগঠনের সাথে খান জুয়েলার্সকে যুক্ত করতে পেরে আমরা আপ্লুত।

তিনি আরও বলেন, শিলচর স্পোর্টিং এবছর প্রফুল্ল চন্দ্র বণিক স্মৃতি ট্রফি ও প্রাইজমানি সুপার ডিভিশন লিগ ফুটবলের সুপার ফোরে পৌঁছে গেছে যা আমাদের কাছে অত্যন্ত আনন্দের খবর। তিনি বলেন আমরা এক পা এক পা করে চ্যাম্পিয়ন হওয়ার দিকে এগিয়ে চলেছি। এখন পর্যন্ত অপরাজিত থেকে শেষ চারে পৌঁছেছি আমরা এবং সকলের সহযোগিতা আর আশীর্বাদ থাকলে শিলচর স্পোর্টিং চ্যাম্পিয়নশীপের খেতাব অর্জন করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মঙ্গলবার শিলচরে এক প্রেস বার্তায় এ খবর জানান শিলচর স্পোর্টিংয়ের প্রচার সম্পাদক কমলেশ দাশ। 

Spread the News
error: Content is protected !!