হত্যাকাণ্ড : মা-মেয়েকে যাবজ্জীবন

৪ নভেম্বর : পিসিশাশুড়ির খুন করে ট্রলিতে দেহ-লোপাটে মা-মেয়েকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন বারাসতের অতিরিক্ত জেলা বিচারক। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দক্ষিণ বীরেশপল্লির বাসন্তী মন্দির সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন আরতি ঘোষ ও তাঁর মেয়ে ফাল্গুনী ঘোষ। ওই বাড়িতেই দিন কতকের জন্য ঘুরতে গিয়েছিলেন নিহত সুমিতা ঘোষ তথা ফাল্গুনীর পিশিশাশুড়ি। তাঁর সম্পত্তি হাতাতেই ঠান্ডা মাথায় এই প্ল্যান বলে প্রমাণ মেলে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২৫ ফেব্রুয়ারি সকালে কুমোরটুলি ঘাটে ফাল্গুনী ও আরতি, দুজনে একটি ট্রলি ব্যাগ গঙ্গায় ফেলতে যাচ্ছিল। সেই সময় সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাদের ঘিরে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। ট্রলি ব্যাগ খুলতেই দেখা যায়, এক মহিলার টুকরো টুকরো দেহ। আসলে ট্রলি ব্যাগ থেকে রক্ত চুঁইয়ে পড়ছিল। দুজনকে জেরা করে জানা যায়, মধ্যমগ্রামে বীরেশপল্লি এলাকায় সুমিতা ঘোষ নামে একজনকে খুন করেছে তারা। সুমিতা ছিলেন আরতির পিসিশাশুড়ি। রাতে খুনের পরে মা-মেয়ে সুমিতার দেহ নতুন ট্রলি ব্যাগে ঢোকানোর চেষ্টা করে। কিন্তু ওই ট্রলিতেও পা-সহ পুরো শরীরের জায়গা না হওয়ার অস্ত্র দিয়ে হাঁটুর কাছ থেকে পা কাটে এবং নতুন ট্রলি ব্যাগের দেহের টুকরোগুলি ভরে ফেলে।

Spread the News
error: Content is protected !!