জাতীয় সিম্পোজিয়াম অনুষ্ঠিত গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : ‎গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ উচ্চমানের জার্নালে কীভাবে প্রকাশ করা যায় এবং গবেষণার ফলাফল আরও কার্যকরভাবে প্রচার করা যায় শীর্ষক এক জাতীয় সিম্পোজিয়ামের আয়োজন করে ৩ নভেম্বর। এই সিম্পোজিয়ামটি বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিড-সুইডেন বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিজ্ঞানের অধ্যাপক ও সিনিয়র হেলথ ইকোনমিস্ট প্রফেসর কৌস্তভ দালাল। তিনি একজন খ্যাতনামা শিক্ষাবিদ ও গবেষক, যিনি সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে ইন্টান্যাশনাল সেফ কমুনিটি সার্টিফাইঙ্গ সেন্টারের সিনিয়র অ্যাডভাইজার, ইভ্যালুয়েটর ও সার্টিফায়ার হিসেবে কাজ করছেন।

‎সিম্পোজিয়ামের সূচনা হয় প্রফেসর দালালকে সংবর্ধনা জানানোর মধ্য দিয়ে। এরপর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান রনবিজয় দাস স্বাগত ভাষণ প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিরঞ্জন রায় সভাপতির বক্তব্যে গবেষণার সমাজ ও নীতিনির্ধারণে বাস্তব প্রভাবের গুরুত্বের উপর বিশেষ জোর দেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ গবেষণা পরিকল্পনার কথাও তুলে ধরেন, যেখানে স্নাতক স্তর থেকেই গবেষণার সংস্কৃতি গড়ে তোলার একটি কৌশলগত উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা প্রাথমিক পর্যায় থেকেই একাডেমিক গবেষণায় আগ্রহী হয়ে ওঠে।

‎অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ‘এন ইন্ট্রোডাকশন টু এনভাইরোমেন্ট সায়েন্স নামে একটি নতুন বইয়ের প্রকাশ। বইটির দুই সম্পাদক ড. মানবেন্দ্র নাথ ও ড. সর্বশ্রী নাথ। দু’জনই গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষক। ড. মানবেন্দ্র নাথ বইটির সারসংক্ষেপ উপস্থাপন করে এর প্রাসঙ্গিকতা ও পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে অবদান সম্পর্কে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখেন।
‎অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রফেসর  কৌস্তভ দালালের প্রায় দুই ঘণ্টাব্যাপী বিশদ উপস্থাপনা। তিনি গবেষকদের জন্য মানসম্মত গবেষণা পরিচালনা ও গবেষণা ফলাফল যথাযথভাবে প্রকাশ ও প্রচারের কৌশল নিয়ে বিশদভাবে আলোচনা করেন। প্রফেসর দালাল প্রতিটি গবেষণা প্রবন্ধের উপাদান — সারসংক্ষেপ থেকে উপসংহার পর্যন্ত — বিস্তারিতভাবে বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের গবেষণার এক সুস্পষ্ট রূপরেখা প্রদান করেন। তিনি জোর দিয়ে বলেন, ভালো গবেষণার পাশাপাশি তা সহকর্মী ও নীতিনির্ধারকদের সঙ্গে ভাগ করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে গবেষণার প্রকৃত প্রভাব সমাজে পড়ে।
‎সিম্পোজিয়ামের সমাপ্তি ঘটে অর্থনীতি বিভাগের অতিথি শিক্ষক মি. সমীর গোস্বামীর প্রদত্ত ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে। সমগ্র অনুষ্ঠানটি দক্ষভাবে পরিচালনা করেন সিম্পোজিয়ামের সমন্বয়কারী ও অর্থনীতির সহকারী অধ্যাপক ড. প্রদীপ্তা দে।

‎গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় এদিন বিকেলে “আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ ভুল: স্বাস্থ্য ও সুরক্ষা আচরণ” শীর্ষক এক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিড-সুইডেন বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক প্রফেসর কৌস্তভ দালাল।

‎অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ। তিনি উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন যে, দিনের এই বক্তৃতা থেকে অর্জিত শিক্ষা নিজেদের জীবনে প্রয়োগ করে স্বাস্থ্য ও সুরক্ষার প্রতি আরও সচেতন হওয়া উচিত।

‎এরপর অধ্যাপিকা ড. স্বর্ণালি ভট্টাচার্য দর্শকদের সঙ্গে প্রফেসর কৌস্তভ দালালের পরিচয় করিয়ে দেন। প্রফেসর দালাল পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় মানসিক ও শারীরিক চাপ কী এবং এর থেকে উত্তরণের পথ ব্যাখ্যা করেন। তিনি বলেন, আমাদের দেশে ছোটবেলা থেকেই মানসিক চাপ দেওয়া ও নেওয়া শুরু হয়, যার ফলস্বরূপ পরবর্তীতে দেশের মানুষ বিভিন্ন ধরনের মানসিক ও শারীরিক সমস্যায় ভোগে।

‎প্রফেসর দালাল এই চাপ প্রতিরোধ ও মোকাবিলার বিভিন্ন কৌশল ছাত্রছাত্রীদের জানান। তিনি ব্যাখ্যা করেন, কীভাবে জীবনযাত্রার পরিবর্তন ও খাদ্যাভ্যাসের সংশোধনের মাধ্যমে মানুষ একটি সুন্দর ও চাপমুক্ত জীবন যাপন করতে পারে।

‎উত্তরীয় পরিয়ে প্রফেসর দালালকে বরণ করেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়। উপাচার্য তাঁর ভাষণে বলেন, প্রফেসর  কৌস্তভ দালাল বিশ্বের স্বাস্থ্যবিজ্ঞানের শীর্ষ ১% বিজ্ঞানীদের মধ্যে অন্যতম, এবং তিনি আশা প্রকাশ করেন যে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধিতে প্রফেসর দালাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

‎জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের অধ্যাপিকা ড. প্রদীপ্তা দে।

Spread the News
error: Content is protected !!