ঝুমুর নৃত্য : বরাকের ৩৩১জন প্রশিক্ষক সহ বিনন্দিনীদের সম্মাননা প্রদান বিমল বরার
রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২ নভেম্বর : ঝুমুর নৃত্যে অংশ গ্রহণকারী বরাকের ৩৩১জন প্রশিক্ষক সহ বিনন্দিনীদের সম্মাননা তুলে দিলেন সাংস্কৃতিক বিভাগের মন্ত্রী বিমল বরা। রবিবার বঙ্গ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের সাংস্কৃতিক বিভাগের মন্ত্রী বিমল বরা এই সম্মাননা ও অর্থ শিল্পীদের হাতে তুলে দেন। আগামীতে বরাক উপত্যকার পরম্পরাগত ধামাইল নৃত্য বিশাল মঞ্চে অনুষ্ঠিত করার পরিকল্পনা রাজ্য সরকার হাতে নিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায় ও বিমল বরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমিশনার মৃদুল যাদব, বিধায়ন নীহাররঞ্জন দাস প্রমুখ।
উল্লেখ্য, গত ২৪ফেব্রুয়ারি গুহাটিতে অনুষ্ঠিত হওয়া ঝুমুর নৃত্যে ইতিহাস রচনা করেছিলেন বিভিন্ন নৃত্য শিল্পীরা। সেখানে গোটা রাজ্যের বিভিন্ন জেলা থেকে ৮হাজারের অধিক প্রশিক্ষক সহ শিল্পীরা অংশ গ্রহণ করেছিলেন। অসমের চা জনগোষ্ঠীর পরম্পরাগত ঝুমুর নৃত্য প্রত্যক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ ৫০এর বেশি রাষ্ট্রদূত সহ বিভিন্ন আধিকারিকরা। এবং মুখ্যমন্ত্রী সেদিন প্রশিক্ষক সহ শিল্পীদের শংসা পত্র সহ ২৫হাজার টাকা প্রদান করার প্রতিশ্রুতি দেন।

