রোটারি গ্রেটার শিলচরের উদ্যোগে অমজুরঘাটে ছানি ও দৃষ্টি পরীক্ষা শিবির

রোগীদের মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ ও অপারেশনের অঙ্গীকার______

বরাক তরঙ্গ, ২ নভেম্বর : রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের উদ্যোগে আমজুরঘাট চাইকই সিংহ মণিপুরি এমই স্কুলে অনুষ্ঠিত হল বিনামূল্যে ক্যাটারাক্ট (ছানি) ও রিফ্র্যাকটিভ এরর স্ক্রিনিং ক্যাম্প। শতাধিক মানুষের চোখের পরীক্ষা সম্পন্ন হয় এবং বেশিরভাগ রোগী প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন। শিবিরে দুই অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ সিনিয়র অপ্টোমেট্রিস্ট ও রোটারিয়ান রণবীর দাসগুপ্ত ও সিনিয়র অপ্টোমেট্রিস্ট সঞ্জীবকুমার দাস রোগীদের পরিক্ষা করে চোখের ছানি, চশমার পাওয়ার সমস্যা, কর্নিয়া/রেটিনা জনিত সমস্যা সহ বিভিন্ন চক্ষু জটিলতা পরীক্ষা করে চিকিৎসা সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশ দেন।

শিবিরে পরীক্ষা-নিরীক্ষার পর যেসব রোগীর দৃষ্টিশক্তি সংশোধনের জন্য চশমার প্রয়োজন হয়, তাঁদের রোটারি ক্লাবের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে চশমা প্রদান করা হয়।
এছাড়া যেসব রোগীর ছানি অপারেশন অত্যাবশ্যক বলে নির্ধারিত হয়েছে, তাঁদের অপারেশনও রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে করানো হবে বলে ঘোষণা করেন ক্লাবের সদস্যরা।

শিবিরে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের সভাপতি রোটারিয়ান ডাঃ রজত দেব, সহ-সভাপতি রোটারিয়ান মোগিলাল সোরানা, সম্পাদক রোটারিয়ান অভিজিৎ পাল, কোষাধ্যক্ষ পুলক দাস, মনোজ জৈন জুনিয়র, রোটারিয়ান রজা ভট্টাচার্য, সুহাষ রঞ্জন ধর, রোহন যাদব,  দীলিপ বিনায়ক, মৃত্যুঞ্জয় শর্মা, সমাজকর্মী পান্না দাস, এবং আরসিসি দিলু দাস।

চক্ষু শিবির সফলভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন তরুণ উদীয়মান সমাজকর্মী রুবিনা সিনহা এবং বরাক ভ্যালি মৈতেই কনভেনশন-এর কর্মকর্তারা।

Spread the News
error: Content is protected !!