শিলচরে ছাত্র সংগ্রাম পরিষদে যোগদান রাধামাধব কলেজের একদল ছাত্রছাত্রীর

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ অক্টোবর : শিলচরের রাধামাধব কলেজের একদল ছাত্রছাত্রী আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন রাইজর দলের ছাত্র সংগঠন ‘ছাত্র সংগ্রাম পরিষদ’-এ। শুক্রবার এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইজর দলের কাছাড় জেলা সভাপতি জাবেদ মিয়াদাদ লস্কর। তিনি নতুন যোগদানকারীদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানান। যোগদানকারী ছাত্রছাত্রীদের মধ্যে দীপঙ্কর হাজাম বলেন, রাইজর দলে যোগ দিতে পেরে তিনি গর্বিত ও আনন্দিত। অখিল গগৈর নেতৃত্বাধীন এই দলই অসমের প্রকৃত প্রতিবাদী কণ্ঠস্বর। অনুষ্ঠান চলাকালীন ছাত্রছাত্রীদের মধ্যে প্রবল উৎসাহ ও উন্মাদনা দেখা যায়।

জেলা সভাপতি জাবেদ মিয়াদাদ লস্কর বলেন, রাইজর দল আসামের জনগণের অধিকার রক্ষায় একমাত্র সত্যিকারের প্রতিবাদী দল। যারা আজ এখানে যোগ দিলেন, তারাই রাজ্যের পরিবর্তনের প্রকৃত প্রতিনিধি। তিনি আরও আশা প্রকাশ করেন, রাধামাধব কলেজের ছাত্রছাত্রীরা আগামী ছাত্র সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য ফলাফল অর্জন করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় যুব বাহিনীর সহ-সভাপতি হিমাদ্রি পাল, সায়ন সূত্রধর, কিষান দেবনাথ, নার্গিস সুলতানা, অর্পিতা দাস ও রাজেন দেবনাথ সহ অন্যান্যরা।

Spread the News
error: Content is protected !!