প্রদেশ বিজেপির মুখপাত্র, পেনেলিস্ট এবং সংবাদ বিভাগের সাংগঠনিক সভা
বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : অসম প্রদেশ বিজেপির মুখপাত্র, পেনেলিস্ট এবং সংবাদ বিভাগের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা হয় বুধবার, গুয়াহাটিতে দলের প্রদেশ কার্যালয় অটল বিহারী বাজপেয়ী ভবনে। এই সভার শুরুতে দলের মুখপাত্র, পেনেলিস্ট এবং সংবাদ বিভাগের গুরুত্ব ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন প্রদেশ কমিটির আহ্বায়ক রূপম গোস্বামী। দলের সংবাদ বিভাগকে আরও শক্তিশালী করে তুলতে কর্মশালা সহ একগুচ্ছ পদক্ষেপের জোর দেন তিনি। সভায় পৌরোহিত্য করে ছাপা ও বৈদ্যুতিন প্রচার মাধ্যমের
সঙ্গে দলের সংবাদ বিভাগের সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্ব আরোপ করেন প্রদেশ বিজেপির জৈষ্ঠ মুখপাত্র কিশোর উপাধ্যায়। ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের সংবাদ বিভাগ, পেনেলিস্ট এবং মুখপাত্রের ভূমিকা নিয়ে আলোচনা করেন অসম প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিধায়ক দিল্পুরঞ্জন শর্মা। পাশাপাশি দলের সংবাদ বিভাগের প্রদেশ ও জেলা কমিটির সমন্বয়কে আরও শক্তিশালী করার ওপর জোর দেন তিনি। বলেন, সামনেই নির্বাচন।  নন ইস্যুকে ইস্যু করবে বিরোধীরা। তা মোকাবেলা করতে জেলা ও প্রদেশ স্তরে সংবাদ বিভাগ ও মিডিয়া পেনেলিস্টদের বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে।এর আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিরা এবিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন। এই সভায় ছিলেন দলের অসম ও ত্রিপুরা প্রদেশ কমিটির সাংগঠনিক সাধারণ সম্পাদক রবীন্দ্র রাজু।
এই সভায় অংশ নেন কাছাড় জেলা থেকে নবনিযুক্ত মিডিয়া পেনেলিস্ট জয়ন্ত চক্রবর্তী, প্রদেশ সংবাদ বিভাগের দুই সদস্য দেবাশিস সোম এবং করণ নাথ, কাছাড় জেলার সংবাদ বিভাগের দুই সহ আহ্বায়ক পার্থ দেব এবং অমল লস্কর।

