দুই শিশুকে কাঁধে নিয়ে নদীতে নেমে পড়লেন মহিলা, পুলিশ ও জনতার তৎপরতায় উদ্ধার

কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : দুই শিশুকন্যাকে কাঁধে উঠিয়ে দড়ি দিয়ে বেধে নদীতে নেমে গেলেন মহিলা। পুলিশ ও জনতার তৎপরতায় তিনজনকেই উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে লক্ষীপুর সমজেলার জিরিঘাটে। জানা গেছে, জিরিঘাট থানার উল্টো দিকে পিএইচই-র পাশের গলির একটি ভাড়া বাড়িতে দুই মেয়েকে নিয়ে বসবাস করেন নমশূদ্রর পদবীর দম্পতি। তাদের বড় মেয়েটির বয়স বারো বছর এবং ছোট মেয়ের বয়স ছয় বছর। তাদের মূল বাড়ি জিরিবাম জেলার লাটিংখালে।

এদিন ভোরবেলা দুই মেয়েকে কাঁধে উঠিয়ে জিরিঘাট চা-বাগানের দিকের ঘাট দিয়ে চিরি নদীতে নেমে পড়েন। এরপর স্রোতে ভেসে যেতে থাকেন তারা। ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয় জনতা হাল্লা চিৎকার শুরু করেন। শিশুরাও চেঁচামেচি শুরু করে। খবর দেওয়া হয় পুলিশে। জনতা এবং পুলিশ মিলে নদী থেকে তাদের উদ্ধার করে। তবে মহিলা অজ্ঞান হয়ে যান। তাদের পাঠানো হয় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে। মেডিক্যাল কলেজে তিনজনই চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে এখন তারা সুস্থ রয়েছেন। এমন সিদ্ধান্তের পেছনে কী রহস্য জানা যায়নি। অনুমান করা হচ্ছে অভাবের তাড়নায় নতুবা পারিবারিক কলহের কারনেই এই মর্মান্তিক সিদ্ধান্ত নিতে পারেন তিনি।

Spread the News
error: Content is protected !!