রাজনীতি ও শিল্প দু’টি সম্পূর্ণ ভিন্ন ক্ষেত্র, এই সীমারেখা রক্ষা করাই সবার কর্তব্য : মুখ্যমন্ত্রী
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : অসমের রাজনৈতিক আবহে যখন একদিকে জনপ্রিয় গায়ক জুবিন গর্গকে ঘিরে তীব্র বিতর্ক ও উত্তেজনা, অন্যদিকে আসন্ন নির্বাচনের আগে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে চলছে আন্দোলনের ঢেউ — ঠিক সেই সময়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা দিলেন এক ভারসাম্যপূর্ণ ও স্পষ্ট গণতান্ত্রিক বার্তা।
রামকৃষ্ণনগরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “শাসক দলেও আন্দোলন হবে, বিরোধী দলেরও আন্দোলন হবে। সরকার সবার কথা শুনবে।” তাঁর এই মন্তব্যে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জুবিন গর্গ ইস্যুতে মুখ্যমন্ত্রী বলেন, “জুবিনকে আদালত ন্যায় দেবে। তাঁকে নিয়ে রাজনীতি করা একেবারেই উচিত নয়। জুবিন অসমের গর্ব, তিনি একজন শিল্পী। তাঁকে সম্মান জানানো আমাদের দায়িত্ব। কিন্তু রাজনীতি ও শিল্প দু’টি সম্পূর্ণ ভিন্ন ক্ষেত্র — এই সীমারেখা রক্ষা করাই সবার কর্তব্য।”
মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানান, সরকার বিশ্বাস করে ন্যায়বিচার হওয়া উচিত আইনের মাধ্যমে, রাজনীতির মাধ্যমে নয়। তিনি বলেন, “গণতন্ত্র মানে মত প্রকাশের স্বাধীনতা। সবাইকেই কথা বলার, মতামত দেওয়ার ও প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে। তাই শাসক দলেও আন্দোলন হবে, বিরোধী দলেও আন্দোলন হবে — এটিই গণতন্ত্রের সৌন্দর্য।”
ড. হিমন্ত বিশ্বশর্মা আরও বলেন, “সরকার কখনও জনমতের প্রতি বধির নয়। সাধারণ মানুষের সমস্যা ও দাবিদাওয়া মনোযোগ দিয়ে শোনা এবং তার সমাধান করা সরকারের দায়িত্ব। সরকার সবার কথা শুনবে — এটাই আমাদের নীতি।”

