সভায় তিপ্রা মথাকে আক্রমণ মুখ্যমন্ত্রীর, দোষীদের গ্রেফতারের দাবি
বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : সরাসরি নাম উল্লেখ না করলেও তিপ্রা মথাকে কঠোর সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শুক্রবার খোয়াই জেলার মুঙ্গিয়াকামিতে এক যোগদান অনুষ্ঠানে মুখ্য়মন্ত্রী সমালোচনা করে বলেন, “শান্তিরবাজারে বৃহস্পতিবারের ঘটনা তাদের প্রকৃত চেহারা সামনে এনে দিয়েছে। তাঁরা জনজাতি সম্প্রদায়ের উন্নয়ন চায় না, কারণ তাতে তাঁদের রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়বে।” তিনি আরও উল্লেখ করেন, “যত বাধাই আসুক, বিজেপি ততই শক্তিশালী হবে। জনগণ বুঝে গেছেন, প্রকৃত উন্নয়ন শুধু বিজেপির মাধ্যমেই সম্ভব – হোক তা টিটএএডিসি, রাজ্য বা দেশের স্তরেই।”
ডাঃ সাহা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনজাতি উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে বলেন, “আমাদের লক্ষ্য জনজাতি জনগণের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। এ বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং তা কাজে প্রমাণ করছি।” এ দিন খোয়াই জেলার মুঙ্গিয়াকামিতে ৬,৪৮০ জন ভোটার বিজেপি যোগ দেন। এঁদের অধিকাংশই এতদিন তিপ্রা মথার সমর্থক ছিলেন।
এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব। মুখ্যমন্ত্রী নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, “জনজাতি জনগণের উন্নতি ও সামগ্রিক কল্যাণে বিজেপি প্রতিজ্ঞাবদ্ধ।” এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা, এমডিসি বিদ্যুৎ দেববর্মা সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
এ দিকে, ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা শুক্রবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। শান্তিরবাজারে সংঘটিত হামলার ঘটনায় জড়িত দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তাঁরা।

