হিমন্ত বিশ্ব শর্মা শুধু রাজনৈতিক ব্যক্তি নন, উন্নয়নের স্থপতি : বিজয়
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : রামকৃষ্ণনগরে এক উন্নয়নমূলক অনুষ্ঠানে শুক্রবার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা।অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য স্থানীয় বিধায়ক বিজয় মালাকার বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ও তাঁর নেতৃত্বাধীন রাজ্য সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেন এলাকার জনপ্রিয় বিধায়ক বিজয় মালাকার। তিনি বলেন, বর্তমান সরকারই আসামের মুখ উজ্জ্বল করেছে গ্রামীণ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো সবক্ষেত্রেই আজ বাস্তব পরিবর্তন দৃশ্যমান।উন্নয়নের ধারাকে জনগণের কাছে পৌঁছে দিচ্ছে ড. হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বধীন বিজেপি সরকার।

বিজয় মালাকার বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আজ রামকৃষ্ণনগর থেকে শুরু করে বরাক উপত্যকার প্রতিটি গ্রামেই উন্নয়নের ছোঁয়া পৌঁছে গেছে। তিনি উল্লেখ করেন, রাস্তাঘাট, সেতু, পানীয়জলের প্রকল্প, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্বাস্থ্যসেবায় এই সরকারের কাজ চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রী শুধু ঘোষণা করেন না, কাজের মাধ্যমে তা বাস্তবায়ন করেন। ড. হিমন্ত বিশ্বশর্মা শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন ভিশনারি লিডার, যিনি অসমকে নতুন দিশা দেখাচ্ছেন।

বিজয় মালাকার আরও বলেন, মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের জনগণের সঙ্গে দিনরাত এক করে ২৪ ঘন্টা সরাসরি সংযোগ রেখে কাজ করছেন, তা অভূতপূর্ব। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মানুষের দুঃখ-দুর্দশা নিজের দায়িত্ব হিসেবে নেন। তাঁর নেতৃত্বেই রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং স্বচ্ছ প্রশাসনের নতুন ধারা সূচিত হয়েছে।
বিজয় মালাকার আরও যোগ করেন, যে উন্নয়ন আমরা আজ রামকৃষ্ণনগরে দেখছি, তা সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার দূরদর্শী পরিকল্পনা ও অক্লান্ত পরিশ্রমের ফলেই। এছাড়া বিধায়ক এও বলে অসমে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বধীন বিজেপি সরকার আছে বলেই আমরা হিন্দু বাঙালিরা সুরক্ষিত আছি। রামকৃষ্ণনগরে মহিলা উদ্যোমিতা প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায়, সাংসদ কৃপানাথ মালা, বিধায়ক সিদ্দেক আহমেদ, বিজেপি নেত্রী শিপ্রা গুণ, মুন স্বর্ণকার, শ্রীভূমি জেলা পরিষদের চেয়ারম্যান অনিলকুমার ত্রিপাঠি, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশনরঞ্জন দাস, প্রাক্তন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য, জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বনিক, শ্রীভূমি উন্নয় পরিষদের চেয়ারম্যান ভট্টাচার্য। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পঞ্চায়েত প্রতিনিধি কয়েক হাজার মহিলা হিতাধিকারী সহ বহু সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক উদ্যোগে অনুপ্রাণিত হয়ে এলাকার মানুষও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

