দু’দিনের বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী
বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। আগামী ২৪ ও ২৫ অক্টোবর (শুক্রবার ও শনিবার) দুই দিনের সফরের তালিকায় রয়েছে কাছাড় এবং শ্রীভূমি জেলা। মুখ্যমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি ও জনসভামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তাঁর সফর শুরু হবে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর থেকে, সেখানে তিনি সকাল ১১টায় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোগিতা অভিযানের অধীনে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের উপভোক্তাদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। এই অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য সরকারের আত্মনির্ভরতা ও উদ্যোগিতা বৃদ্ধির প্রচেষ্টা তুলে ধরা হবে।
সেখান থেকে মুখ্যমন্ত্রী দুপুর ১টায় শিলচর পুলিশ প্যারেড ময়দানে অনুষ্ঠিত MMUA-এর অধীনে আরেকটি চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। সন্ধ্যার আগে ৪:৩০টায় মুখ্যমন্ত্রী শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করবেন এবং প্রস্তাবিত ২০০ শয্যার সুপার স্পেশালিটি হাসপাতালের শিলান্যাস করবেন। সন্ধ্যা ৫:১৫টায় তিনি শিলচর লোকসভা কেন্দ্রের বিজেপি বুথ সভাপতি ও শক্তি কেন্দ্রের ‘গ্র্যান্ড প্যালেস হল’ এ এক বৈঠকে অংশ নেবেন। ২৫ অক্টোবর শনিবার সকাল ১০টায় মুখ্যমন্ত্রী নবনির্মিত বিনাকান্দি মণ্ডল বিজেপি কার্যালয় এবং ১০:৪০টায় লক্ষীপুর মণ্ডল বিজেপি কার্যালয়ের উদ্বোধন করবেন। এরপর সকাল ১১:৪৫টায় কাছাড়ের লাবক ফিল্ডে লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে MMUA চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। এ দিনই মুখ্যমন্ত্রী শিলচর থেকে গুয়াহাটি ফিরে যাবেন।

