জুবিন গৰ্গের মূৰ্তি বসছে আসাম বিশ্ববিদ্যালয়ে, নামকরণ হচ্ছে নতুন প্রেক্ষাগৃহেরও

বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : ‘প্ৰাণের শিল্পী’ তথা ‘মানবতার পূজারী’ জুবিন গৰ্গের মূৰ্তি বসছে আসাম বিশ্ববিদ্যালয়ে৷ সেইসঙ্গে নামকরণ হচ্ছে ৫০০ আসনের নির্মীয়মান প্ৰেক্ষাগৃহেরও৷ সম্প্ৰতি বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিলের ১৭৬তম বৈঠকে এই সিদ্ধান্ত গ্ৰহণ করা হয়েছে৷

উপাচাৰ্য অধ্যাপক রাজীবমোহন পন্থের পৌরোহিত্যে আয়োজিত বৈঠকে অসামান্য প্রতিভাময় এই শিল্পীর প্রতি রাজ্যবাসীর আবেগ ও অনুভূতিকে সম্মান জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, রাজ্য সরকারের অৰ্থানুকূল্যে নিৰ্মীয়মান ৫০০ আসনের প্ৰেক্ষাগৃহটি জুবিন গৰ্গের নামে উৎসৰ্গ করা হবে৷ সেইসঙ্গে এই প্ৰেক্ষাগৃহের সামনে বসানো হবে এই কিংবদন্তি কণ্ঠশিল্পীর মূৰ্তি৷

শ্ৰীভূমি শহরের আলো-হাওয়ায় শৈশব কাটানো জুবিন সবসময়ই নিজেকে ‘অৰ্ধেক বাঙালি’ বলতেন৷ লিখেছেন প্ৰচুর বাংলাগানও৷ গেয়েছেন অসমিয়া, বাংলা, হিন্দি, মণিপুরি, কার্বি, ডিমাসা, ভোজপুরি সহ প্রায় চল্লিশটি ভাষার গান। তাঁর গান শুধু নবপ্রজন্মের কণ্ঠে নয়, সব প্রজন্মেরই লক্ষ লক্ষ হৃদয় স্পর্শ করেছে।

শুধু শিলচর নয়, ডিফু ক্যাম্পাসেও ‘অসমের হাৰ্টথ্ৰব’ জুবিন গর্গের স্মৃতিতে নবনির্মিত কনফারেন্স হলের নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্যোগ প্রয়াত শিল্পীর উত্তরাধিকার এবং সঙ্গীত ও সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদানের প্রতি বিশেষ শ্রদ্ধাঞ্জলি বলে জানিয়েছেন নিবন্ধক ড. প্রদোষ কিরণ নাথ।

Spread the News
error: Content is protected !!